Pakistan firing at BSF camp: যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান! অতর্কিতে হামলা বিএসএফ ঘাঁটিতে

Pakistan firing at BSF camp: বিএসএফ-এর একটি ঘাঁটি লক্ষ্য করে অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি রেঞ্জার্সরা। ভারতীয় সেনাও যথাযথভাবে তার পাল্টা জবাব দেয়। গুলি-পাল্টা গুলির এই লড়াই এখনও চলছে বলে, জানিয়েছে বিএসএফ-এর জম্মুর জনসংযোগ আধিকারিক।

Pakistan firing at BSF camp: যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান! অতর্কিতে হামলা বিএসএফ ঘাঁটিতে
প্রতীকী ছবিImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Oct 26, 2023 | 10:28 PM

শ্রীনগর: যুদ্ধবিরতি যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। বিএসএফ-কে উদ্ধৃত করে, সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে জম্মু ও কাশ্মীরের আরএস পুরা সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। এদিন রাত ৮টা নাগাদ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বিনা উস্কানিতে গোলাগুলি ছোড়া শুরু করেছে পাকিস্তান, এমনটাই বিএসএফ-এর অভিযোগ। তারা জানিয়েছে, আরএস পুরা সেক্টরের আর্নিয়া এলাকায়, বিএসএফ-এর একটি ঘাঁটি লক্ষ্য করে অতর্কিতে গোলা-বর্ষণ শুরু করে পাকিস্তানি রেঞ্জার্সরা। ভারতীয় সেনাও যথাযথভাবে তার পাল্টা জবাব দেয়। গোলাগুলির এই লড়াই এখনও চলছে বলে, জানিয়েছে বিএসএফ-এর জম্মুর জনসংযোগ আধিকারিক।

এদিকে, কাশ্মীর উপত্যকারই কুপওয়ারা জেলায় লস্কর-ই-তৈবা জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। কুপওয়ারার মছিল সেক্টর দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ ঘটতে পারে বলে খবর ছিল পুলিশের গোয়েন্দাদের কাছে। সেই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এদিন ওই এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত অন্তত ৫ লস্কর-ই-তৈবা জঙ্গির মৃত্যু হয়েছে বলে, জানিয়েছেন সেনার মুখপাত্র। যৌথ বাহিনীর তরফে কোনও হতাহতের খবর নেই। তবে অভিযান এখনও জারি আছে। ওই এলাকাটি পুরো ঘিরে ফেলে চিরুনি তল্লাশি চালান হচ্ছে। এরই মধ্যে সীমান্তে গোলা বর্ষণ শুরু করল পাকিস্তান।

ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধের প্রেক্ষিতে পাকিস্তানের এই যুদ্ধবিরতি লঙ্ঘন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই মুসলিম বিশ্বে ইজরায়েল বিরোধিতা এবং প্যালেস্তিনীয়দের স্বাধীন রাষ্ট্রের দাবি বাড়ছে। এই অবস্থায় ফের কি কাশ্মীর সমস্যাকে ফের খুঁচিয়ে তুলে ফায়দা লুঠতে চাইছে পকিস্তান?

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে