AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Army: ভারতের মাটিতে পরপর মিলছে পাক ড্রোনের টুকরো, মিসাইলের ধ্বংসাবশেষ, কোন কোন জায়গা ইসলামাবাদের নিশানায়

Indian Army: পাকিস্তান যে হামলা চালিয়েছে তার একাধিক প্রমাণও মিলছে ভারতের মাটিতে। পাওয়া যাচ্ছে পাক ড্রোন আর মিসাইলের টুকরো।

Indian Army: ভারতের মাটিতে পরপর মিলছে পাক ড্রোনের টুকরো, মিসাইলের ধ্বংসাবশেষ, কোন কোন জায়গা ইসলামাবাদের নিশানায়
পাক ড্রোনের টুকরোImage Credit: TV9 Bangla
| Updated on: May 08, 2025 | 4:23 PM
Share

নয়া দিল্লি: মঙ্গলবার অর্থাৎ ৬ মে রাতের অন্ধকারে পাকিস্তানের ভিতরে প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত ঢুকে জঙ্গিদের নিকেশে করে এসেছে ভারত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, যারা আমাদের নিষ্পাপ নাগরিকদের মেরেছে, শুধুমাত্র তাদেরকেই মারা হয়েছে। আর ৭ মে অর্থাৎ বুধবার পাকিস্তান নিশানা করল ভারতের সেনাঘাঁটিগুলিকে। এই আক্রমণ মোটেই ভাল চোখে দেখছে না ভারত। দেওয়া হচ্ছে কড়া জবাব।

পাকিস্তান যে হামলা চালিয়েছে তার একাধিক প্রমাণও মিলছে ভারতের মাটিতে। পাওয়া যাচ্ছে পাক ড্রোন আর মিসাইলের টুকরো। পাকিস্তানের সব হামলার চেষ্টাই ব্যর্থ করে দিয়েছে ভারত। মিসাইল ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে পাক মিসাইল।

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাতিন্ডা, চণ্ডীগড়, নাল, ফালোড়ি, উত্তারলাই ও ভুজে একাধিক সেনা ছাউনি লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা হয়েছে।

এছাড়া কুপওয়াড়া, বারামুল্লা, উরি, পুঞ্চ, মেন্ধার, রাজৌরি সেক্টরে তীব্র গোলাবর্ষণ ও শেলিং করছে পাকিস্তান। সরকারি বিবৃতি অনুযায়ী, পাকিস্তানের ওইসব অঞ্চলে পাঁচ শিশু ও তিন মহিলা সহ মোট ১৬ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে।