
নয়া দিল্লি: পাকিস্তানের বিরাট মিথ্যাচার। টেনে মুখোশ খুলে দিল ভারত। শনিবার খাইবার পাখতুনখায় যে আত্মঘাতী হামলা হয়, তার দোষ ভারতের উপরে চাপানোর চেষ্টা করেছিল পাকিস্তান। ভারতের বিদেশ মন্ত্রক সরাসরি এই অভিযোগ অস্বীকার করল।
শনিবার পাকিস্তানের ওয়াজিরিস্থানে সেনা কনভয়ে ঢুকে পড়ে বিস্ফোরক বোঝাই একটি আত্মঘাতী গাড়ি। বিস্ফরণে কমপক্ষে ১৬ জন পাক সেনার মৃত্যু হয়। আহত হয় ২৪ জনেরও বেশি। তেহরিক-ই-তালিবানের শাখা প্রতিষ্ঠান হাফিজ গুল বাহাদুর গোষ্ঠী এই হামলার দায়ও স্বীকার করে নেয়। তবু পাকিস্তানি সেনা বিনা কোনও তথ্য প্রমাণেই অভিযোগ তোলে যে এই হামলায় ভারতের মদত ছিল।
এদিন ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়, “গত ২৮ জুন ওয়াজিরিস্থানে হামলা নিয়ে পাকিস্তান সেনার বিবৃতি দেখেছি আমরা, যেখানে ভারতকেই দোষারোপ করেছে। আমরা এই বিবৃতি খারিজ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।”
প্রসঙ্গত, খাইবার পাখতুনখায় সম্প্রতি এই ধরনের হামলার ঘটনা বেড়েছে। গত মার্চেও টিটিপি অভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। একাধিক আত্মঘাতী হামলা চালিয়েছে। টিটিপি একাই প্রায় ১০০-রও বেশি হামলার দায় স্বীকার করেছে। চলতি বছরের শুরু থেকে এখনও পর্যন্ত ২৯০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে অধিকাংশই পুলিশ আধিকারিক। এতদিন আফগান সরকারকে দোষারোপ করলেও, এবার ভারতের নামে দোষ চাপানোর চেষ্টা করেছিল। সেই অভিযোগ খারিজ করে দিল ভারত সরকার।