Operation Sindoor: ‘দেশে সংখ্যালঘুদের দিকে বন্দুক তাক করে পাকিস্তান’, কারণ জানালেন প্রাক্তন মার্কিন আধিকারিক

Operation Sindoor: পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের আবহেই পাকিস্তানকে তুলোধনা করলেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক মাইকেল রুবিন। পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদ নিয়ে এবার আমেরিকার ব্যবস্থা নেওয়া দরকার বলে তিনি মন্তব্য করেন। আমেরিকার দ্ব্যর্থহীনভাবে ভারতের পাশে থাকা দরকার বলে তিনি মনে করেন।

Operation Sindoor: দেশে সংখ্যালঘুদের দিকে বন্দুক তাক করে পাকিস্তান, কারণ জানালেন প্রাক্তন মার্কিন আধিকারিক
প্রাক্তন মার্কিন আধিকারিক মাইকেল রুবিনImage Credit source: Social Media

May 09, 2025 | 7:36 PM

নয়াদিল্লি: ভারতেই হিন্দু-মুসলমান একসঙ্গে থাকতে পারে। পাকিস্তানে নয়। পাকিস্তানকে তুলোধনা করে বললেন প্রাক্তন মার্কিন আধিকারিক মাইকেল রুবিন। ভারতের ‘অপারেশন সিঁদুর’-কে সমর্থন করলেন তিনি। পাকিস্তানকে সন্ত্রাসের পৃষ্ঠপোষক দেশ হিসেবে ঘোষণা করার জন্য আমেরিকা সরকারের কাছেও তিনি আবেদন করলেন।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা। বেছে বেছে পরিচয় জেনে হামলা চালানো হয়েছিল। ১৫ দিনের মাথায় পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দেয় ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। ভারত অবশ্য স্পষ্ট করে দেয়, ভারতীয় সেনা শুধুমাত্র জঙ্গিঘাঁটিকে নিশানা করেছে। পাকিস্তান সেনার কোনও পরিকাঠামোকে নিশানা করা হয়নি। সেদেশের সাধারণ নাগরিকদের উপরও হামলা চালানো হয়নি।

কিন্তু, ভারতের অপারেশন সিঁদুরের পর পাকিস্তান সেনা সীমান্তে বিনা প্ররোচনা গোলাবর্ষণ করে। সীমান্তবর্তী একাধিক জায়গায় হামলা চালানোর চেষ্টা করে। মিসাইল ছোড়ে। ড্রোন হামলা চালায়। তবে প্রত্যেকটি হামলা প্রতিহত করেছে ভারতীয় সেনা।

পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের আবহেই পাকিস্তানকে তুলোধনা করলেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক রুবিন। পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদ নিয়ে এবার আমেরিকার ব্যবস্থা নেওয়া দরকার বলে তিনি মন্তব্য করেন। আমেরিকার দ্ব্যর্থহীনভাবে ভারতের পাশে থাকা দরকার বলে তিনি মনে করেন। অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও প্রশংসা করেন রুবিন।

পাকিস্তানে ক্রমশ হিন্দুর সংখ্যা কমছে। এই নিয়ে রুবিন বলেন, “ভারতে সফলভাবে একসঙ্গে হিন্দু-মুসলমান বসবাস করে। কিন্তু, পাকিস্তানে তাদের একসঙ্গে বসবাস না করতে পারার একটাই কারণ, পাকিস্তান ক্রমান্বয়ে দেশ থেকে সংখ্যালঘুদের বের করে দিয়েছে।” পাকিস্তানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে আক্রমণ করে তিনি বলেন, “দুর্নীতি, অর্থনীতি কিংবা নেতৃত্বদান, পাকিস্তান যখনই ব্যর্থ হয়েছে, তখন মানুষের নজর ঘোরাতে তাদের দেশের সংখ্যালঘুদের দিকে বন্দুক তাক করেছে। যেখানে ভারতে সবাই খোলামনে তাদের ইস্যু নিয়ে আলোচনা করতে পারে।”