India Pakistan Conflict: গুজরাটে ঢোকা ১২টি পাক ড্রোনকে ‘শেষ’ করল ভারত

India Pakistan Ceasefire: এদিন রাতে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে উত্তরে কাশ্মীর থেকে পশ্চিমে রাজস্থান পর্যন্ত। অন্ধকারে ঢেকেছে শ্রীনগর থেকে জয়সলমীর। বাজানো হয়েছে সাইরেন। জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের মোট ১১টি সীমান্ত এলাকায় পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে।

India Pakistan Conflict: গুজরাটে ঢোকা ১২টি পাক ড্রোনকে শেষ করল ভারত
পাকিস্তানি ড্রোনImage Credit source: X

|

May 10, 2025 | 11:40 PM

নয়াদিল্লি: শনিবার রাতে নতুন করে তপ্ত হল ভারত-পাকিস্তান সীমান্ত। গত দুই রাত ধরে আঘাত-প্রত্যাঘাতের পর এদিন ট্রাম্পের ‘মধ্যস্থতায়’ সংঘর্ষ বিরতির পথে নেমে ছিল দুই দেশ। কিন্তু তা লঙ্ঘন হয়ে গেল ঘণ্টা খানেকের মধ্যে। আবার ফিরে এল যুদ্ধ আবহ। কাশ্মীর, রাজস্থান ও সব শেষে গুজরাটেও হামলা চালাল পাক সেনা।

সরকারি সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে গুজরাটের ভূজে মোট ১২টি পাকিস্তানি ড্রোনকে নিস্ক্রিয় করেছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গতকাল অর্থাৎ শুক্রবারও মধ্যরাতে এই এলাকায় হামলা চালিয়েছিল পাকিস্তান। দিন পেরতেই আবার একই কাণ্ড।


প্রসঙ্গত, এদিন রাতে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে উত্তরে কাশ্মীর থেকে পশ্চিমে রাজস্থান পর্যন্ত। অন্ধকারে ঢেকেছে শ্রীনগর থেকে জয়সলমীর। বাজানো হয়েছে সাইরেন। জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের মোট ১১টি সীমান্ত এলাকায় পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে। জম্মুৃ-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, গত তিন ঘণ্টায় মোট উধমপুর, আখনুর, নওশেরা, পুঞ্চ, রাজৌরি-সহ একাধিক এলাকায় গুলিবর্ষণ করেছে পাকিস্তানি সেনা।

পাকিস্তানের এই ঘনঘন ভোল বদল নিয়ে মুখ খুলেছে দেশের বিদেশ সচিব বিক্রম মিস্রিও। তিনি জানিয়েছেন, ‘তিন ঘণ্টা ধরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। সেনাও জবাব দিতে ছাড়েনি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পাকিস্তানের চুক্তি ভাঙা বন্ধ করবে ভারত। এই গোটা ঘটনাই অত্যন্ত নিন্দনীয়।’

প্রতিবেদনটি সোশ্যাল মিডিয়ার তথ্যের ভিত্তিতে লেখা। এইসব তথ্যের সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা। তথ্যটি শুধু পাঠককে অবগত করতে তুলে ধরা হল। এর দায় কর্তৃপক্ষের নয়।