Pakistan violates ceasefire: টানা ৯ দিন, এঁটে উঠতে পারবে না জেনেও গুলি চালাচ্ছে পাক সেনা
Pakistan violates ceasefire: সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে চলতি সপ্তাহের প্রথমে পাকিস্তানকে সতর্ক করেছিল ভারত। দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন হটলাইনে কথা বলেছিলেন। সেইসময় ভারতের তরফে পাকিস্তানকে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে সতর্ক করা হয়।

শ্রীনগর: সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেই চলেছে পাকিস্তান সেনা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে লাগাতার বিনা প্ররোচনায় সীমান্তে গুলি চালাচ্ছে পাক রেঞ্জার্স। এই নিয়ে টানা ৯ দিন সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল তারা। পাক রেঞ্জার্সকে অবশ্য যোগ্য জবাব দিচ্ছেন ভারতীয় জওয়ানরা।
ভারতীয় সেনা আধিকারিকদের উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, “শনিবার গভীর রাতে বিনা প্ররোচনায় কুপওয়ারা, উরি এবং আখনুর সীমান্তে গুলি বর্ষণ করে পাক সেনা। ভারতীয় জওয়ানরা তার যোগ্য জবাব দেন।”
সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে চলতি সপ্তাহের প্রথমে পাকিস্তানকে সতর্ক করেছিল ভারত। দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন হটলাইনে কথা বলেছিলেন। সেইসময় ভারতের তরফে পাকিস্তানকে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে সতর্ক করা হয়। তারপরও পাক সেনা লাগাতার বিনা প্ররোচনায় সীমান্তে গুলি চালাচ্ছে।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। বেছে বেছে হিন্দু পর্যটকদের উপর হামলা চালানো হয়। মৃত্যু হয় ২৬ জনের। ওই হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করেছে ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয়েছে। ভারতে থাকা পাক নাগরিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব কখন ও কীভাবে দেওয়া হবে, তা নিয়ে সিদ্ধান্ত নিয়ে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। এই পরিস্থিতিতে সীমান্তে লাগাতার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাক সেনা। ভারতের সঙ্গে এঁটে উঠতে পারবে না জেনেও পাক সেনা কেন বারবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

