Indian Citizenship: সীমা হায়দার এখন ভারতীয় হতে চাইছেন, কিন্তু এ দেশের নাগরিকত্ব মেলে কীভাবে?

Citizenship Rules: ভারতীয় পাসপোর্ট আইনের রুল ৪,  ক্লজ এইচ অনুযায়ী, পাকিস্তান ও বাংলাদেশ থেকে সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান বা পার্সী ভারতে আসেন এবং নাগরিকত্ব দাবি করেন, তবে সরকার তাদের নাগরিকত্ব দেবে।

Indian Citizenship: সীমা হায়দার এখন ভারতীয় হতে চাইছেন, কিন্তু এ দেশের নাগরিকত্ব মেলে কীভাবে?
প্রতীকী চিত্রImage Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 23, 2023 | 7:30 AM

নয়া দিল্লি: প্রেমের টানে সীমান্ত টপকিয়ে পাকিস্তান থেকে ভারতে পালিয়ে এসেছেন সীমা হায়দার (Seema Haider)। প্রেমিক সচিনের সঙ্গে সুখে সংসার পাতা স্বপ্ন তাঁর। পাকাপাকিভাবে ভারতে থাকতে দাবি করেছেন এ দেশের নাগরিকত্ব (Indian Citizenship)। পাকিস্তানি সীমা হায়দারের ভারতের নাগরিকত্বের দাবির পরই প্রশ্ন উঠছে, ভারতের নাগরিকত্ব কীভাবে পাওয়া যায়?

প্রথমেই বলে রাখা ভাল, ভারতের নাগরিকত্ব পাওয়া সহজ নয়। ভারত সরকার দ্বৈত নাগরিকত্বও (Dual Citizenship) দেয় না। অর্থাৎ অন্য় কোনও দেশের নাগরিকত্বের পাশাপাশি ভারতের নাগরিকত্ব পাওয়া যায় না। ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী, যদি কেউ ভারতে এসে থাকতে চান, তবে দেশের দায়িত্ব তাঁকে সুরক্ষা দেওয়া। ভারত গণতান্ত্রিক দেশ হওয়ায়, যারা সংবিধানকে অনুসরণ করেন, তাদের নাগরিকত্ব দিতে পারে সরকার। তবে কেউ যদি বিনা অনুমতিতে বা অন্য কোনও উদ্দেশ্য নিয়ে দেশে প্রবেশ করেন, তবে তা দেশদ্রোহ হিসাবে গণ্য় করা হবে। এর জন্য তাকে কড়া শাস্তিরও মুখে পড়তে হতে পারে।

কীভাবে ভারতের নাগরিকত্ব পাওয়া যায়?

নাগরিকত্ব আইন ১৯৫৫ অনুযায়ী, চার পদ্ধতিতে ভারতের নাগরিকত্ব পাওয়া যায়-

১. জন্মগত নাগরিকত্ব

২. রেজিস্ট্রেশন

৩. বংশোদ্ভূত

৪. ন্যাচরালাইজেশন সার্টিফিকেট

ভারতীয় পাসপোর্ট আইনের রুল ৪,  ক্লজ এইচ অনুযায়ী, পাকিস্তান ও বাংলাদেশ থেকে সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান বা পার্সী ভারতে আসেন এবং নাগরিকত্ব দাবি করেন, তবে সরকার তাদের নাগরিকত্ব দেবে। তবে বাংলাদেশ ও পাকিস্তানের মুসলিমদের নাগরিকত্ব দেওয়া নিয়ে কোনও নিয়মের উল্লেখ করা হয়নি।