Parliament Session: অপারেশন সিঁদুরের পর প্রথম সংসদ অধিবেশন আজ, প্রশ্নবাণ নিয়ে তৈরি বিরোধীরা

Parliament Session: বিহারের SIR বা ভোটার তালিকায় নিবিড় সংশোধনী নিয়ে সরকারের উপর চাপ তৈরি করতে সংসদের অধিবেশন চলাকালীন যন্তরমন্তরে প্রতিবাদ সভা করার ভাবনাচিন্তা করছে বিরোধীরা।

Parliament Session: অপারেশন সিঁদুরের পর প্রথম সংসদ অধিবেশন আজ, প্রশ্নবাণ নিয়ে তৈরি বিরোধীরা
সংসদের বাদল অধিবেশন শুরু আজ।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 21, 2025 | 9:15 AM

নয়া দিল্লি: কলকাতার বুকে আজ যেমন উত্তেজনার পারদ চড়াবে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের সভা, সেখানেই রাজধানীতেও উঠবে তর্কের ঝড়। আজ থেকে শুরু সংসদের বাদল অধিবেশন। চলবে আগামী ২১ অগস্ট  পর্যন্ত। এই অধিবেশনে পহেলগাঁও হামলা থেকে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা, বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধন, একাধিক ইস্যু নিয়ে সুর চড়াবে বিরোধীরা।

আজ অধিবেশনের প্রথম দিনেই পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা চেয়ে মুলতবি প্রস্তাব জমা দিয়েছে বিরোধী সাংসদরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত-পাকিস্তান সংঘাত থামাতে মধ্যস্থতা করা এবং ভারতের যুদ্ধবিমান ধ্বংস হওয়ার যে দাবি করেছেন, সেই ইস্যুতেও প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করছে বিরোধীরা। আহমেদাবাদের বিমান দুর্ঘটনা নিয়েও প্রশ্ন তুলবে বিরোধীরা।

বিহারের SIR বা ভোটার তালিকায় নিবিড় সংশোধনী নিয়ে সরকারের উপর চাপ তৈরি করতে সংসদের অধিবেশন চলাকালীন যন্তরমন্তরে প্রতিবাদ সভা করার ভাবনাচিন্তা করছে বিরোধীরা। আগামী ২৩ বা ২৪ জুলাই এই সভা করা যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে।

অন্যদিকে, আজ সকাল সাড়ে দশটার পর অধিবেশন সুষ্ঠুভাবে চালানোর আবেদন জানিয়ে সংবাদমাধ্যমে সামনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এবারের অধিবেশনে মোট ৪ টি নতুন বিল পেশ করা হবে। এছাড়াও আয়কর বিল-সহ মোট সাতটি বিল আলোচনা এবং পাস করানোর চেষ্টা করবে সরকার পক্ষ। আয়কর বিল পর্যালোচনার জন্য আগেই সিলেক্ট কমিটিতে পাঠানো হয়েছিল।

আজ একুশে জুলাইয়ের কারণে সংসদের অধিবেশনে থাকবেন না তৃণমূল সাংসদরা। আগামিকাল তৃণমূল যোগ দেওয়ার পর প্রতিবাদ কর্মসূচি চূড়ান্ত করা হবে। সূত্রের খবর, শনিবার ইন্ডিয়া জোটের বৈঠকে এ বিষয়ে প্রস্তাব এসেছিল। এছাড়াও, জাতীয় নির্বাচন কমিশনে ডেপুটেশন দেওয়ার ভাবনাচিন্তাও চলছে।