Parliament winter session: সংসদের শীতকালীন অধিবেশনে পেশ হতে পারে ন্যায় সংহিতা-সহ ১৮টি বিল

Parliament winter session: ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে আগামী ৩ ডিসেম্বর। সেই ফল প্রকাশের পরদিনই বসছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ৪ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে। ১৯ দিনে মোট ১৫টি অধিবেশন বসবে। এই অধিবেশন নিয়ে আগামী ২ ডিসেম্বর সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্র।

Parliament winter session: সংসদের শীতকালীন অধিবেশনে পেশ হতে পারে ন্যায় সংহিতা-সহ ১৮টি বিল
প্রতীকী ছবি।

| Edited By: Sukla Bhattacharjee

Nov 30, 2023 | 8:25 PM

নয়া দিল্লি: আগামী ৪ ডিসেম্বর সংসদে (Parliament) বসতে চলেছে শীতকালীন অধিবেশন (Winter session)। এই অধিবেশনেই যেমন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ভাগ্য নির্ধারণ হবে, তেমনই জম্মু ও কাশ্মীর নিয়েও বড় সিদ্ধান্ত গৃহীত হতে পারে। এছাড়া পেশ হতে পারে ন্যায় সংহিতা বিলের মতো গুরুত্বপূর্ণ ১৮টি বিল। সবমিলিয়ে, বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে এবারের শীতকালীন অধিবেশন।

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এবারের শীতকালীন অধিবেশন আগামী ৪ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে। ১৯ দিনে মোট ১৫টি অধিবেশন বসবে। আর এই ১৫টি অধিবেশনে ১৮টি বিল পেশ করা হতে পারে। যার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ কাশ্মীর বিধানসভার পুনর্গঠন বিল, নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিল ও দণ্ডসংহিতা বিল রয়েছে। ন্যায় সংহিতা বিলের মাধ্যমে ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি দণ্ডবিধি এবং এভিডেন্স আইনের বদলে তিন নতুন বিধি লাগু করতে চায় সরকার।

গত বাদল অধিবেশনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দণ্ডসংহিতা নিয়ে লোকসভায় তিনটি বিল পেশ করেন। তিনি জানিয়েছিলেন, ১৮৬০ সালে তৈরি ‘ইন্ডিয়ান পেনাল কোড’ (IPC) প্রতিস্থাপিত হবে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ দিয়ে। ১৮৯৮ সালের ‘ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট’ (CrPC) প্রতিস্থাপিত হবে ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ দিয়ে এবং ১৮৭৩ সালের ‘ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট’ (ভারতীয় সাক্ষ্য আইন) প্রতিস্থাপিত হবে ‘ভারতীয় সাক্ষ্য বিল’-এ। এই বিল তিনটি সংসদীয় স্ট্যান্ডিং কমিটির কাছেও পাঠানো হয়। পাশাপাশি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও এই আইন বদলের বিষয়টি চিঠি দিয়ে জানানো হয়। যদিও এর বিরুদ্ধে মতপ্রকাশ করে বিজেপি-বিরোধী কয়েকটি রাজ্য। এবার শীতকালীন কেন্দ্র এই বিলগুলি পাশ করানোর চেষ্টা করতে পারে বলে মনে করা হচ্ছে।

এবারের শীতকালীন অধিবেশনে কাশ্মীর বিধানসভার পুনর্গঠন বিলও পেশ করা হতে পারে। কাশ্মীর বিধানসভায় আসন সংখ্যা ১০৭ থেকে বাড়ি ১১৪ করতে চাইছে কেন্দ্র। ইতিমধ্যে এলাকা পুনর্বিন্যাসের কাজও সম্পূর্ণ হয়েছে। এবার সেই বিলটি লোকসভায় পেশ করবে কেন্দ্র। এছাড়া মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিলও পেশ করা হবে বলে জানা গিয়েছে। পোস্ট অফিস সংক্রান্ত একটি বিলও রাজ্যসভায় আটকে রয়েছে। সেটিও এবারের অধিবেশনে পাশ করানো হতে পারে। এই সমস্ত বিল পেশ করার পাশাপাশি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের যে সুপারিশ এথিক্স কমিটি করেছে, সেটা নিয়েও সিদ্ধান্ত গৃহীত হবে। সবমিলিয়ে, সরগরম হতে চলেছে এবারের শীতকালীন অধিবেশন।

প্রসঙ্গত, ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে আগামী ৩ ডিসেম্বর। সেই ফল প্রকাশের পরদিনই বসছে সংসদের শীতকালীন অধিবেশন। এই অধিবেশন নিয়ে আগামী ২ ডিসেম্বর সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্র।