Parliament’s Winter Session: মোদীর রাজ্যে ভোট, পিছতে পারে সংসদের শীতকালীন অধিবেশন

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 12, 2022 | 8:50 AM

Gujarat Assembly Election 2022: সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী ৭ ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু করার পরিকল্পনা রয়েছে। অধিবেশন শেষ হতে পারে আগামী ২৯ ডিসেম্বর।

Parliaments Winter Session: মোদীর রাজ্যে ভোট, পিছতে পারে সংসদের শীতকালীন অধিবেশন
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: নির্বাচনের জেরে পিছিয়ে যেতে পারে সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session)। নভেম্বর নয়, চলতি বছরের শীতকালীন অধিবেশন শুরু হতে পারে ডিসেম্বরে। হিমাচল প্রদেশ ও গুজরাট বিধানসভা নির্বাচনের (Assembly Election 2022) কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে কেন্দ্রের তরফে, এমনটাই সূত্রের খবর। আজ, ১২ নভেম্বর হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন চলছে। আগামী ১ ও ৫ ডিসেম্বর- দুই দফায় ভোটগ্রহণ হবে। দুই রাজ্যেই ভোটের ফল প্রকাশ হবে আগামী ৮ ডিসেম্বর। সমস্ত রাজনৈতিক দলের সাংসদরা যাতে অধিবেশনে উপস্থিত থাকেন, তার জন্যই নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর অধিবেশন শুরু করতে চায় কেন্দ্র।

সূত্রের খবর, চলতি বছরে শীতকালীন অধিবেশন নভেম্বর মাসে নয়, ডিসেম্বরের শুরুতে চালু করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। ৫ ডিসেম্বর গুজরাটে ভোটগ্রহণ শেষ হওয়ার পরই অধিবেশন শুরুর পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে শেষ হতে পারে শীতকালীন অধিবেশন। অন্যদিকে, এবারও সংসদের নতুন ভবনে অধিবেশন হবে না। এখনও নির্মাণকাজ কিছুটা বাকি থাকায়, পুরনো সংসদ ভবনেই বসবে শীতকালীন অধিবেশন।

সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী ৭ ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু করার পরিকল্পনা রয়েছে। অধিবেশন শেষ হতে পারে আগামী ২৯ ডিসেম্বর। তবে মাঝে ২৫ ডিসেম্বর খ্রীস্টমাসের ছুটি পড়ে যাওয়ায়, অধিবেশন এতদিন অবধি হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সংসদীয় বিষয়ক কমিটিই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর নভেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হয় সংসদের শীতকালীন অধিবেশন। মোট ২০ দিন চলে অধিবেশন। তবে এর আগে ২০১৭ ও ২০১৮ সালেও ডিসেম্বরে সংসদের শীতকালীন অধিবেশন হয়েছিল। এবারও হিমাচল প্রদেশ ও গুজরাট বিধানসভা নির্বাচনের কারণে শীতকালীন অধিবেশন পিছিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে।

এবারের অধিবেশনও পুরনো সংসদ ভবনেই হলেও, সরকারের পরিকল্পনা শীতকালীন অধিবেশন চলাকালীনই নতুন সংসদ ভবনের উদ্বোধন করা। ১২০০ কোটি টাকা খরচে তৈরি এই সংসদ ভবন চলতি মাসের শেষভাগ বা আগামী মাসের শুরুতেই সম্পূূর্ণরুপে প্রস্তুত হয়ে যাবে বলে সূত্রের খবর। তবে নতুন সংসদ ভবন তৈরির পরও কর্মীদের প্রশিক্ষণ দিতে, দুই কক্ষের সাংসদদের বসার জায়গা ও অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করতো ১৫-২০ দিন সময় লেগে যেতে পারে। সুতরাং আগামী বছরের বাজেট অধিবেশন থেকেই নতুন সংসদ ভবনে কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Next Article
Himachal Pradesh Assembly Elections 2022 Live: হিমাচলে শেষ ভোটগ্রহণ, বিকেল ৫টা অবধি ভোট পড়ল ৬৬ শতাংশ
Aditya Thackeray: ভারত জোড়ো যাত্রায় রাহুলের সঙ্গে পা মেলালেন আদিত্য, বললেন, ‘আমাদের গণতন্ত্র, সংবিধান বিপন্ন’