বাসকে গিলে খেল ১০০ ফুট গভীর খাদ, ভিতর থেকে বেরল তালগোল পাকানো ৬টা দেহ, আহত ২২

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 13, 2025 | 7:12 AM

Bus Accident: বাস খাদে পড়ে যাওয়ার খবর পেয়ে আগে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারাই খাদে নেমে উদ্ধারকাজ শুরু করেন। এরপর এসডিআরএফ-ও পৌঁছয়। বাস থেকে আহত যাত্রীদের বের করা হয়। তাদের পৌরি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

বাসকে গিলে খেল ১০০ ফুট গভীর খাদ, ভিতর থেকে বেরল তালগোল পাকানো ৬টা দেহ, আহত ২২
দুমড়ে-মুচড়ে যায় বাসটি।
Image Credit source: X

Follow Us

দেহরাদুন: শীতে পাহাড় ঘুরতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা। পাহাড়ের খাদে ছিটকে গেল যাত্রীবোঝাই বাস। কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ২২ জন। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পৌরি গারওয়াল জেলার শ্রীনগরে।

জানা গিয়েছে, ২৮ জন পর্যটক-যাত্রী নিয়ে পৌরি থেকে দাহাচৌরি যাচ্ছিল বাসটি। পাহাড়ের বাঁকে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সোজা ১০০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ যাত্রীর। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও একজনের। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

বাস খাদে পড়ে যাওয়ার খবর পেয়ে আগে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারাই খাদে নেমে উদ্ধারকাজ শুরু করেন। এরপর এসডিআরএফ-ও পৌঁছয়। বাস থেকে আহত যাত্রীদের বের করা হয়। তাদের পৌরি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের অন্য বড় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। জেলাশাসক নিজে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিদর্শন করেন।

Next Article