দেহরাদুন: শীতে পাহাড় ঘুরতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা। পাহাড়ের খাদে ছিটকে গেল যাত্রীবোঝাই বাস। কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ২২ জন। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পৌরি গারওয়াল জেলার শ্রীনগরে।
জানা গিয়েছে, ২৮ জন পর্যটক-যাত্রী নিয়ে পৌরি থেকে দাহাচৌরি যাচ্ছিল বাসটি। পাহাড়ের বাঁকে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সোজা ১০০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ যাত্রীর। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও একজনের। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
VIDEO | Uttarakhand: Five people feared dead as bus meets with an accident in Pauri. More details awaited.
(Full video available on PTI Videos – https://t.co/n147TvqRQz) pic.twitter.com/F9RQzVuvpP
— Press Trust of India (@PTI_News) January 12, 2025
বাস খাদে পড়ে যাওয়ার খবর পেয়ে আগে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারাই খাদে নেমে উদ্ধারকাজ শুরু করেন। এরপর এসডিআরএফ-ও পৌঁছয়। বাস থেকে আহত যাত্রীদের বের করা হয়। তাদের পৌরি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের অন্য বড় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। জেলাশাসক নিজে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিদর্শন করেন।