Uttarakhand Accident: উত্তরাখণ্ডে ২০০ ফুট গভীর খাদে ছিটকে পড়ল বাস, মৃত কমপক্ষে ২০, জারি উদ্ধারকাজ
Bus Fell On George: উত্তরাখণ্ডের গারওয়াল থেকে কুমায়ুন যাচ্ছিল বাসটি। বাসে কমপক্ষে ৪৫ জন যাত্রী ছিলেন। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গভীর খাদে উদ্ধারকাজ চালাতে নেমেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

দেহরাদুন: ভয়াবহ বাস দুর্ঘটনা। খাদে পড়ল বাস। মৃত্যু কমপক্ষে ২০ জন যাত্রীর। আহত আরও অনেকে। সোমবার সকালেই উত্তরাখণ্ডের আলমোরা জেলায় একটি বাস ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে তদারকি করছেন উদ্ধারকাজের।
উত্তরাখণ্ডের গারওয়াল থেকে কুমায়ুন যাচ্ছিল বাসটি। বাসে কমপক্ষে ৪৫ জন যাত্রী ছিলেন। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গভীর খাদে উদ্ধারকাজ চালাতে নেমেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। এখনও পর্যন্ত ২০ জনের দেহ উদ্ধার হয়েছে। আরও বহু যাত্রী আহত।
#Uttarakhand 📍 Sad news!! A bus carrying 40 passengers to Ramnagar fell into a ditch in Salt area of #Almora. % ppl lost life & Rescue operations continue. Pray for the victims 🙏
Om Shanti #Accident #BusAccident #ViralVideo #StockMarketUpdate #SinghamAgain #INDvNZ pic.twitter.com/n8LCm8oe9P
— Anushka Singh Rawat (@AnuRawat01) November 4, 2024
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী দ্রুত উদ্ধারকাজ শেষ করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনকে। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “আলমোড়া জেলার মারচুলায় বাস দুর্ঘটনার খবর পেলাম। জেলা প্রশাসনকে দ্রুত উদ্ধারকাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও এসডিআরএফ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। প্রয়োজন হলে গুরুতর আহতদের এয়ারলিফ্ট করে নিয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।”
Uttarakhand | A team of the State Disaster Response Force (SDRF) has reached the bus accident site in Almora for relief work
(Photo source: SDRF) pic.twitter.com/3iaHZuuV6M
— ANI (@ANI) November 4, 2024
মুখ্যমন্ত্রীর দফতরের তরফে নিহতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। আহতদের ১ লক্ষ টাকা দেওয়া হবে।





