Patanjali’s New Medicine: ফ্যাটি লিভারের সমস্যা? আর চিন্তা নেই! পতঞ্জলির নতুন আবিষ্কার ঘুরিয়ে দিচ্ছে খেলা

Patanjali’s New Medicine: পরিবর্তিত জীবনধারা এবং খারাপ খাদ্যাভ্যাসের পাশাপাশি ব্যায়াম না করলেও ফ্যাটি লিভার হতে পারে। কিন্তু বাজারে এমন অনেক আয়ুর্বেদিক ওষুধ রয়েছে যেগুলি এই রোগের ক্ষেত্রে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই সুফল দেয়।

Patanjali’s New Medicine: ফ্যাটি লিভারের সমস্যা? আর চিন্তা নেই! পতঞ্জলির নতুন আবিষ্কার ঘুরিয়ে দিচ্ছে খেলা
খেলা ঘোরাচ্ছে পতঞ্জলি

| Edited By: জয়দীপ দাস

May 15, 2025 | 10:07 PM

কলকাতা: গতিময় জীবনে, ঘেঁটে যাওয়া রুটিন, খাওয়া-দাওয়ায় অনিয়ময়– শেষ পর্যন্ত লিভারের সমস্যায় জর্জরিত হাজার হাজার মানুষ। কিন্তু শরীর ভাল রাখতে গেলে লিভার সুস্থ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খারাপ জীবনধারা এবং খাদ্যাভ্যাসের কারণে অনেক ধরণের লিভারের সমস্যা দেখা দেয়। আজকাল অনেকেই ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন। চিকিৎসকেরা বলেন, মূলত ভুলভাল খাদ্যাভ্যাসের কারণেই ফ্যাটি লিভারের সমস্যা বাড়ে। সাধারণ চিকিৎসা পদ্ধতির পাশাপাশি আয়ুর্বেদিক চিকিৎসাতেও মেলে লাভ। পতঞ্জলির অনেক ওষুধ রয়েছে যা লিভারকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে।

পরিবর্তিত জীবনধারা এবং খারাপ খাদ্যাভ্যাসের পাশাপাশি ব্যায়াম না করলেও ফ্যাটি লিভার হতে পারে। কিন্তু বাজারে এমন অনেক আয়ুর্বেদিক ওষুধ রয়েছে যেগুলি এই রোগের ক্ষেত্রে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই সুফল দেয়। লিভার সুস্থ রাখার জন্য পতঞ্জলি বাজারে অনেক ওষুধ বাজারে এনেছে। এই ওষুধের ব্যবহারে লিভারের ক্ষয় অনেকটাই ঠেকানো যেতে পারে। 

হরিদ্বারের পতঞ্জলি গবেষণা ইনস্টিটিউট তৈরি করে ফেলেছে লিভ অমৃত ট্যাবলেট, দিব্যা কাসিম ভাসম এবং বেল মুরাব্বা। এই সব ওষুধই লিভারের স্বাস্থ্য ভাল রাখার জন্য খুবই উপকারী। এছাড়াও আপনি দিব্যা গোধন সিন্দুক এবং দিব্যা পুনর্বৈরিষ্ট ব্যবহার করতে পারেন চিকিৎসকের পরামর্শ নিয়ে। লিভ অমৃত ট্যাবলেট এবং দিব্যা সর্বকল্প কোয়াথ ফ্যাটি লিভার এবং এমনকি গুরুতর লিভার সংক্রান্ত রোগের ক্ষেত্রে খুবই উপকারী হতে পারে।