AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Patanjali: আয়ুর্বেদিক ওষুধে দূর হবে উচ্চ কোলেস্টেরলের সমস্যা, বলছে পতঞ্জলির গবেষণা

Patanjali: পতঞ্জলির গবেষণায় দাবি করা হয়েছে, এই আয়ুর্বেদিক ওষুধগুলি কোলেস্টেরল এবং এর সঙ্গে সম্পর্কিত রোগ নিরাময় করে। এই ওষুধগুলির মধ্যে রয়েছে দিব্য সর্বকল্প কোয়াথ, দিব্য অর্জুন কোয়াথ, পতঞ্জলি সি বাকথর্ন ক্যাপসুল, দিব্য লিপিডম ট্যাবলেট, দিব্য লৌকি ঘনবতী ট্যাবলেট, যা নির্ধারিত পদ্ধতি অনুসারে এক মাস ধরে খেতে হবে।

Patanjali: আয়ুর্বেদিক ওষুধে দূর হবে উচ্চ কোলেস্টেরলের সমস্যা, বলছে পতঞ্জলির গবেষণা
Follow Us:
| Updated on: May 12, 2025 | 7:40 PM

নয়াদিল্লি: রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়লে নানা ক্ষতি হতে পারে। এর ফলে যেমন হার্টের নানা সমস্যা হতে পারে, তেমনই হৃদরোগের ঝুঁকি থাকে। কোলেস্টেরল বাড়লে রোগীরা চিন্তায় পড়েন। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকের কাছে ছোটেন। ক্রমাগত ওষুধ খাওয়ার ফলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমে যায়, কিন্তু ধমনীতে জমা কোলেস্টেরল অপসারণ করা যায় না। এর জন্য আপনি আয়ুর্বেদের সাহায্য নিতে পারেন। এক গবেষণার পর পতঞ্জলি জানিয়েছে, আয়ুর্বেদিক ওষুধগুলি কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড কমাতে কার্যকর। এবং এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।

পতঞ্জলি পাঁচটি ওষুধের কম্বিনেশন তৈরি করেছে। পতঞ্জলি জানিয়েছে, এই ওষুধগুলি শুধু রক্ত ​​থেকে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড কমায় না, বরং ধমনীতে আটকে থাকা কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডও দূর করে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধগুলি গ্রহণ করলে কোলেস্টেরলজনিত যে কোনও রোগ প্রতিরোধ করা যাবে। এক মাস ধরে নির্ধারিত পদ্ধতিতে এই ওষুধ খাওয়ার পর এর প্রভাব দেখা যাবে। রোগীর অবস্থার উপর নির্ভর করে ওষুধ খেয়ে যাওয়ার সময় কম-বেশি হতে পারে।

পতঞ্জলির গবেষণায় দাবি করা হয়েছে, এই আয়ুর্বেদিক ওষুধগুলি কোলেস্টেরল এবং এর সঙ্গে সম্পর্কিত রোগ নিরাময় করে। এই ওষুধগুলির মধ্যে রয়েছে দিব্য সর্বকল্প কোয়াথ, দিব্য অর্জুন কোয়াথ, পতঞ্জলি সি বাকথর্ন ক্যাপসুল, দিব্য লিপিডম ট্যাবলেট, দিব্য লৌকি ঘনবতী ট্যাবলেট, যা নির্ধারিত পদ্ধতি অনুসারে এক মাস ধরে খেতে হবে। গবেষণায় দাবি করা হয়েছে, নিয়মিত এই ওষুধগুলি গ্রহণ করলে কোলেস্টেরলের সমস্যা মূল থেকে নির্মূল হয়ে যাবে। রক্ত থেকে কেবল কোলেস্টেরল কমবে না, ধমনীতে আটকে থাকা কোলেস্টেরলও দূর হবে। যার ফলে হৃদরোগের ঝুঁকিও প্রায় দূর হয়ে যাবে।

পতঞ্জলির গবেষণায় দেখা গিয়েছে, দিব্য সর্বকল্প কোয়াথ এবং দিব্য অর্জুন কোয়াথ এক চামচ করে মিশিয়ে ৪০০ মিলি জলে ফুটিয়ে নেওয়ার পর যখন জল ১০০ মিলি হয়ে যায়, তখন তা ঠান্ডা করে খালি পেটে পান করা দরকার। এটি সকালে এবং সন্ধ্যায় খালি পেটে খেতে হবে। এর সঙ্গে পতঞ্জলি সি বাকথর্ন ক্যাপসুল সকালে এবং সন্ধ্যায় খাবারের আগে হালকা গরম জলের সঙ্গে খেতে হবে। দিব্য লিপিডম ট্যাবলেট, দিব্য লৌকি ঘনবতী ট্যাবলেট সকালে এবং সন্ধ্যায় খাবারের পরে হালকা গরম জলের সঙ্গে খেতে হবে।