Patanjali Share: বড় কামাল দেখাতে পারে পতঞ্জলির শেয়ার, কেন এমনটা মনে করেছেন বিশেষজ্ঞরা

Patanjali Share Price: আগামীতে পতঞ্জলি ফুডসের শেয়ার নিয়ে তিনটি সম্ভাব্য ফলাফলের রূপরেখাও তুলে ধরেছে জেফারিস। প্রাথমিকভাবে ২০২৫-২৮ অর্থবছরে ৯ শতাংশ CGAR হারে লভ্যাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে মার্জিন ৯০ বেসিস পয়েন্ট বৃদ্ধি পাবে। যার ফলে শেয়ার প্রতি আয় (EPS) ১৯ শতাংশ বৃদ্ধি পাবে।

Patanjali Share: বড় কামাল দেখাতে পারে পতঞ্জলির শেয়ার, কেন এমনটা মনে করেছেন বিশেষজ্ঞরা
পতঞ্জলির প্রতিষ্ঠাতা রামদেবImage Credit source: TV9

Oct 01, 2025 | 1:46 PM

নয়া দিল্লি: বুধবার বিএসইতে পতঞ্জলি ফুডসের শেয়ারের দাম সামান্য কমে ৬০০ টাকার নিচে নেমে গেলেও, বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ব্রোকারেজ ফার্ম জেফরিস পতঞ্জলির উপর দৃঢ় আস্থা প্রকাশ করেছে। একই সঙ্গে টার্গেট প্রাইস ৬৯৫ এ সেট করে দিয়েছে। ফলে ফের একবার পতঞ্জলি ফুডের শেয়ার নিয়ে ফের একবার শুরু হয়েছে জোরদার চর্চা। জেফরিসও এর জন্য বেশ কিছু ইতিবাচক কারণের কথা বারবার মনে করাচ্ছে। যার মধ্যে রয়েছে ভাল মানের ভোজ্য তেল বিক্রি, উৎসবের মরসুমে চাহিদা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ক্ষেত্রগুলিতে মার্জিনের ধারাবাহিক বৃদ্ধি। 

আগামীতে পতঞ্জলি ফুডসের শেয়ার নিয়ে তিনটি সম্ভাব্য ফলাফলের রূপরেখাও তুলে ধরেছে জেফারিস। প্রাথমিকভাবে ২০২৫-২৮ অর্থবছরে ৯ শতাংশ CGAR হারে লভ্যাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে মার্জিন ৯০ বেসিস পয়েন্ট বৃদ্ধি পাবে। যার ফলে শেয়ার প্রতি আয় (EPS) ১৯ শতাংশ বৃদ্ধি পাবে। টার্গেট প্রাইস হবে ৬৯৫। তবে একইসঙ্গে ১০ শতাংশ হারেও লভ্য়াংশ বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে ১৩০ বেসিস পয়েন্ট বৃদ্ধির বৃদ্ধিস জেরে টার্গেট প্রাইস হতে পারে ৭৬০। তবে খুব খারাপ ফল ৫ শতাংশ হারে রেভিনিউ বৃদ্ধি হবে। সে ক্ষেত্রে টার্গেট প্রাইস ৪৮০ টাকায় দাঁড়াবে।ষ 

জেফরিসের মতে, প্রথম কোয়ার্টারে পতঞ্জলি ফুডসের উৎপাদন অনেকটাই হ্রাস পেয়েছে মূলত সরকারের অপরিশোধিত ভোজ্য তেলের উপর শুল্ক হ্রাসের কারণে। এর ফলে ব্যবসায়ীরা মজুত কম করেছেন। যা বিক্রিতে প্রভাব ফেলেছে। তবে এই প্রতিকূল পরিস্থিতি কেটে গেল পরের কোয়ার্টার থেকেই ভাল ফল দেখাতে শুরু করেছে পতঞ্জলি। তবে এই ব্রোকারেজ ফার্ম একপ্রকার জোর দিয়েই বলেছে দেশে চলমান উৎসবের মরশুমে বিক্রিবাটা অনেকটাই বাড়তে পারে।