Shahid Latif: পাকিস্তানে নিহত পাঠানকোট হামলার মাস্টারমাইন্ড শাহিদ লতিফ

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 11, 2023 | 12:35 PM

Terrorist Killed: দীর্ঘদিন ধরেই ভারতের ওয়ান্টেড তালিকায় ছিল লতিফের নাম। বুধবার পাকিস্তানে লতিফকে গুলি করে খুন করে অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতী।

Shahid Latif: পাকিস্তানে নিহত পাঠানকোট হামলার মাস্টারমাইন্ড শাহিদ লতিফ
জঙ্গি শহিদ লতিফ।
Image Credit source: Twitter

Follow Us

ইসলামাবাদ: নিহত পাঠানকোট হামলার মাস্টারমাইন্ড শাহিদ লতিফ (Shahid Latif)। দীর্ঘদিন ধরেই ভারতের “ওয়ান্টেড জঙ্গি” (Wanted Terrorist) তালিকায় ছিল লতিফের নাম। বুধবার পাকিস্তানে (Pakistan) লতিফকে গুলি করে খুন করে অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতী। শহিদ লতিফ নামক ওই জঙ্গিকে হত্যার পিছনে কে বা কারা জড়িত, তা এখনও জানা যায়নি।

জানা গিয়েছে, বুধবার পাকিস্তানের শিয়ালকোটে শাহিদ লতিফকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত পরিচয় দুই দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এখনও অবধি হামলার দায় স্বীকার করেনি কোনও সংগঠন।

জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর সদস্য ছিলেন শাহিদ লতিফ। ২০১৬ সালের ২ জানুয়ারি জম্মু-কাশ্মীের পাঠানকোটে ভারতীয় বায়ুসেনার এয়ারবেসে যে জঙ্গি হামলা হয়েছিল, তার প্রধান চক্রী ছিলেন শহিদ লতিফ।  পাকিস্তানের শিয়ালকোট থেকেই এই হামলা পরিচালন করা হয়েছিল। জইশ-ই-মহম্মদের চার জঙ্গিকে ভারতে পাঠানো হয়েছিল হামলা চালানোর জন্য। এর পাশাপাশি ১৯৯৯ সালে নেপাল থেকে দিল্লিগামী একটি ভারতীয় বিমানের হাইজ্যাক করার ঘটনাতেও অন্য়তম অভিযুক্ত ছিলেন লতিফ।

১৯৯৪ সালেই বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে গ্রেফতার করা হয়েছিল জইশ জঙ্গি শাহিদ লতিফকে। বিচার প্রক্রিয়া শেষের পর তাঁর জেল হয়। ২০১০ সালে তাঁর সাজা পূরণ হওয়ার পর তাঁকে ওয়াগা সীমান্ত দিয়ে পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।

জাতীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছিল, ভারতের জেল থেকে ছাড়া পেয়ে পাকিস্তানে ফেরার পরই ফের জিহাদি কার্যকলাপের সঙ্গে জড়িত পড়েছিল লতিফ। ভারত সরকারের তরফে তাঁকে ওয়ান্টেড জঙ্গি হিসাবে ঘোষণা করা হয়েছিল।

Next Article