Patidar Leader Meets PK : পিকের সঙ্গে সাক্ষাত পাতিদার নেতা নরেশের, কোনদিকে গুজরাটের রাজনৈতিক সমীকরণ?

Patidar Leader Meets PK : পিকের কংগ্রেসে যোগদানের জল্পনার মাঝেই তাঁর সঙ্গে দেখা করলেন গুজরাটের পাতিদার নেতা নরেশ প্যাটেল। তবে তিনি এদিন স্পষ্টভাবে কিছু জানানি কোন দলে তিনি যোগ দেবেন।

Patidar Leader Meets PK : পিকের সঙ্গে সাক্ষাত পাতিদার নেতা নরেশের, কোনদিকে গুজরাটের রাজনৈতিক সমীকরণ?
ছবি সৌজন্যে : টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 23, 2022 | 11:35 PM

গান্ধীনগর : ভোটকুশলী প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগাদানের জল্পনা তুঙ্গে। এই সপ্তাহের শেষেই হয়ত এই নাটকের যবনিকা পতন ঘটবে। কংগ্রেসে যোগ দিতে পারেন পিকে। এই জল্পনার মাঝেই তাঁর সঙ্গে দেখা করলেন গুজরাটের পাতিদার নেতা নরেশ প্যাটেল। তিনি নিজে জানিয়েছেন যে দিল্লিতে তাঁদের দেখা হয়েছে। এর পরই তাঁর কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। তিনি যদিও জানিয়েছেন যে, কোন দলে যোগ দেবেন সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি তিনি।

২০২২ এর ডিসেম্বরেই বিধানসভা নির্বাচন মোদী-শাহের এই রাজ্যে। পাঁচ রাজ্যে নির্বাচনের ফলাফলে বিজেপি নিজেদের জমি ধরে রাখতে সক্ষম হওয়ার পরই গুজরাট বর্ণাঢ্য শোভাযাত্রা করেছিলেন নরেন্দ্র মোদী। সেই থেকেই নির্বাচনের রণডঙ্কা বেজে উঠেছিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। বিজেপি এখনও থেকেই ময়দানে সক্রিয়ভাবে নেমে পড়েছেন। এই আবহে কংগ্রেসের কাছে লড়াইটা খুব একটা সহজ হওয়ার কথা নয়। উল্লেখ্য, নরেশ প্যাটেল শ্রী খোদালধাম মন্দির ট্রাস্টের প্রধান। তিনি এই ট্রাস্টের করা জনমত সমীক্ষা দেখে বিবেচনা করে অন্তিম সিদ্ধান্ত নেবেন। কংগ্রেসে যোগদানের বিষয়ে তিনি বলেছেন, “এই সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ। আমি এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিইনি।”

নরেশ প্য়াটেল জানিয়েছেন তিনি ২৫ এপ্রিল একটি বৈঠক করবেন। সেই বৈঠকেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তিনি জানিয়েছেন যে, তিনটি দল (কংগ্রেস, আপ ও বিজেপি) তার সঙ্গে দেখা করেছেন। উল্লেখ্য, নরেশ পাটিলের যেকোনও দলে যোগদানের উপর গুজরাটের রাজনৈতিক সমীকরণ অনেকাংশেই নির্ভর করবে। কারণ গুজরাটের মোট জনসংখ্যার ১১-১২ শতাংশ পাতিদার সম্প্রদায়ের। এবং অন্যতম সম্প্রদায় যারা গুজরাটের নির্বাচনে প্রভাব ফেলতে পারে। একাধিক বিধানসভা কেন্দ্রে হিসেবটাই বদলে দিতে পারে এই পাতিদার ভোট।

আরও পড়ুন : India Breaks Pakistan’s Record : একযোগে পাকিস্তানকে ৭৫ হাজার গোল, ১৮ বছরের পুরনো রেকর্ড ভাঙল ভারত