নয়া দিল্লি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। একসঙ্গে ৫ রুটে চালু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। যার মধ্যে একটি হল পটনা-রাঁচি। রবিবার পটনা-রাঁচি (Patna-Ranchi) রুটে বন্দে ভারত এক্সপ্রেসের সফল দ্বিতীয় ট্রায়াল সম্পন্ন হল। আগামী ২৭ জুন, বুধবার পটনা-রাঁচি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বলা ভাল, সেমি হাইস্পিড ট্রেনের মাধ্যমে বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে সংযোগ স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদী।
পূর্ব-মধ্য রেলের ধানবাদ শাখার আধিকারিক জানান, এদিন পটনা-রাঁচি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের দ্বিতীয় ট্রায়াল রান সফল হয়েছে। এদিন সকাল ৬টা ৫৫ মিনিটে পটনা স্টেশন থেকে ছাড়ে বন্দে ভারত এক্সপ্রেস। সাড়ে ৪ ঘণ্টার মধ্যেই বেলা সাড়ে ১১টা নাগাদ ট্রেনটি পৌঁছে যায় ঝাড়খণ্ডের বারকানা স্টেশনে। মাঝে কেবল জেহানাবাদ ও গয়া স্টেশনে ট্রেনটি থামে। সাধারণভাবে নির্দিষ্ট স্টেশনগুলিতে স্টপেজ দিয়ে বন্দে ভারতের পটনা থেকে রাঁচি পৌঁছতে সময় লাগবে সাড়ে ৬ ঘণ্টা। বন্দে ভারতের গড় গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার হলও এই রুটে ট্রেনটি ঘণ্টায় ৬০-৬২ কিলোমিটার গতিবেগে দৌড়বে। আগামী কাল, ১৯ জুন পটনা-রাঁচি বন্দে ভারতের তৃতীয় ট্রায়াল রান হবে। তারপর আগামী ২৭ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে ট্রেনটির যাত্রার সূচনা করবেন বলে জানিয়েছেন ধানবাদ শাখার রেল আধিকারিক। অন্যান্য রুটের মতো পটনা-রাঁচি রুটেও বন্দে ভারত এক্সপ্রেস সপ্তাহে ৬ দিন চলবে, কেবল মঙ্গলবার চলবে না।
পটনা-রাঁচি ছাড়াও মুম্বই-গোয়া, বেঙ্গালুরু-হুবালি, ভোপাল-ইন্দোর এবং ভোপাল-জব্বলপুর রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে। আগামী ২৭ জুন-ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ৫ রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু করবেন। এই প্রথমবার দেশের ৫ রুটে একসঙ্গে সেমি হাইস্পিড বিশিষ্ট ট্রেন চালু হবে।