Petrol pump strike: জ্বালানির দাম আকাশছোঁয়া, আগামী দু-দিন রাজ্যজুড়ে পেট্রোল পাম্প ধর্মঘট

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 12, 2023 | 6:15 AM

Petrol price: দেশের মধ্যে যেখানে রাজস্থানে পেট্রোল-ডিজেলের দাম সর্বাধিক, সেখানে জ্বালানির সবচেয়ে কম দাম আন্দামান ও নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারে। সেখানে সোমবার লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ৮৪.১০ টাকা এবং লিটার প্রতি ডিজেলের দাম ৭৯.৭৪ টাকা। বর্তমানে ১৬টি রাজ্যে পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়েছে।

Petrol pump strike: জ্বালানির দাম আকাশছোঁয়া, আগামী দু-দিন রাজ্যজুড়ে পেট্রোল পাম্প ধর্মঘট
পেট্রোল পাম্প। প্রতীকী ছবি।
Image Credit source: pixabay

Follow Us

জয়পুর: পেট্রোল-ডিজেলের দাম যেন আকাশছোঁয়া! দেশের মধ্যে সবচেয়ে বেশি জ্বালানির দাম রাজস্থানে (Rajasthan)। জ্বালানি ও পেট্রোপণ্যের উপর রাজস্থান সরকারের অতিরিক্ত শুল্ক আরোপ করার ফলেই পেট্রোল, ডিজেলের দাম (Petrol-Diesel price) অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। এরই প্রতিবাদে এবং জ্বালানির দাম কমার দাবিতে ধর্মঘটে নামতে চলেছেন রাজস্থানের পেট্রোল পাম্প মালিকেরা। আগামী দু-দিন গোটা রাজ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেট্রোল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর টানা দু-দিন সমগ্র রাজস্থানে পেট্রোল পাম্প ধর্মঘট চলবে। তবে সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়, সেজন্য টানা দু-দিন পেট্রোল পাম্প বন্ধ থাকবে না। আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পেট্রোল পাম্প থাকবে। এরপরেও রাজ্য সরকার শুল্ক না কমালে পেট্রোল পাম্প মালিকেরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থানের পেট্রোল পাম্প মালিকেরা।

বর্তমানে দেশের মধ্যে পেট্রোল, ডিজেলের দাম রাজস্থানে সর্বাধিক। সোমবার শ্রী গঙ্গানগরে লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ১১২.৭৪ টাকা এবং লিটার প্রতি ডিজেলের দাম ৯৭.৫৭ টাকা। জ্বালানির এই পরিমাণ দাম বৃদ্ধিতে যেমন ক্রেতাদের পকেটে টান পড়েছে, তেমনই বিপাকে পড়েছেন পেট্রোল পাম্প মালিকেরাও।

দেশের মধ্যে যেখানে রাজস্থানে পেট্রোল-ডিজেলের দাম সর্বাধিক, সেখানে জ্বালানির সবচেয়ে কম দাম আন্দামান ও নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারে। সেখানে সোমবার লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ৮৪.১০ টাকা এবং লিটার প্রতি ডিজেলের দাম ৭৯.৭৪ টাকা।

রাজ্য সরকারের শুল্ক আরোপ অনুযায়ী দেশের বিভিন্ন রাজ্যে পেট্রোল, ডিজেলের দাম বিভিন্ন। বর্তমানে ১৬টি রাজ্যে পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়েছে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে, অন্ধ্রপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্নাটক, মণিপুর, তেলঙ্গানা, পঞ্জাব, ঝাড়খণ্ড, সিকিম, ওড়িশা, কেরল, পশ্চিমবঙ্গ, ছত্তিশগঢ়, তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশ।

অন্যদিকে, ডিজেলের দাম ১০০ টাকা ছাড়িয়েছে ৩টি রাজ্যে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে, ওড়িশা, রাজস্থান এবং মধ্যপ্রদেশ।

Next Article