মার্চ মাস থেকে আর ৫০০ টাকার নোট পাবেন না ATM-এ?

500 rs Note: আগামী মার্চ মাস থেকে এটিএম থেকে আর ৫০০ টাকার নোট পাওয়া যাবে না? সোশ্যাল মিডিয়ায় এই খবর খুব ভাইরাল। দাবি করা হচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এটিএমে ৫০০ টাকার নোটের সার্কুলেশন বন্ধ করে দেবে। স্বাভাবিকভাবেই উদ্বেগে সাধারণ মানুষ।

মার্চ মাস থেকে আর ৫০০ টাকার নোট পাবেন না ATM-এ?
ফাইল চিত্র।Image Credit source: Parveen Kumar/HT via Getty Images

|

Jan 03, 2026 | 8:24 AM

নয়া দিল্লি: আবার বদল? আগামী মার্চ মাস থেকে এটিএম থেকে আর ৫০০ টাকার নোট পাওয়া যাবে না? সোশ্যাল মিডিয়ায় এই খবর খুব ভাইরাল। দাবি করা হচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এটিএমে ৫০০ টাকার নোটের সার্কুলেশন বন্ধ করে দেবে। স্বাভাবিকভাবেই উদ্বেগে সাধারণ মানুষ। এবার এই ভাইরাল দাবির সত্যতা যাচাই করা হল। সত্যিই কি আর ৫০০ টাকার নোট পাওয়া যাবে না মার্চ মাস থেকে?

প্রেস ইনফরমেশন ব্যুরো ফ্যাক্ট চেক করে জানিয়েছে, মার্চ মাস থেকে ৫০০ টাকার নোটের সার্কুলেশন বন্ধ হয়ে যাবে- এটি সম্পূর্ণ মিথ্যা দাবি। রিজার্ভ ব্যাঙ্ক এমন কোনও নির্দেশিকা জারি করেনি। ৫০০ টাকার নোট নিয়ে এমন কোনও ঘোষণা করা হয়নি।

পিআইবি-র তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলা হয়েছে, “কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট দাবি করছে যে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া মার্চ মাস থেকে ৫০০ টাকার নোটের সার্কুলেশন বন্ধ করে দিচ্ছে। এটা মিথ্যা দাবি। আরবিআই এমন কোনও ঘোষণা করেনি।”

পিআইবি স্পষ্ট জানিয়েছে, ৫০০ টাকার নোট মার্চ মাসের পরও বৈধ নোট থাকবে। লেনদেনের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। এমন বিভ্রান্তিকর পোস্টে যেন বিশ্বাস না করা হয় এবং কোনও কিছু বিশ্বাস করার আগে ও তা শেয়ার করার আগে যেন তার অফিসিয়াল উৎস বা সোর্স কী, তা সবসময় যাচাই করে নেওয়া।