নয়া দিল্লি: বৃষ্টি নামতেই নাকি জলে ভেসে গিয়েছে জি-২০ সভাস্থল! সোশ্যাল মিডিয়ায় এমনটাই দাবি করেছিলেন কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতারা। বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে কেন্দ্রকেও দুষতে ছাড়েননি তাঁরা। কিন্তু সত্যিই কি জল জমেছিল প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে? বিরোধীদের মিথ্যা দাবি ফাঁস করল কেন্দ্র। তৃণমূল নেতা তথা জাতীয় মুখপাত্র সাকেত গোখলে প্রগতি ময়দানের যে ভিডিয়োটি পোস্ট করেছিলেন, তা সম্পূর্ণ ভুয়ো ও বিভ্রান্তিমূলক বলেই জানানো হয় কেন্দ্রের তরফে।
রবিবারই তৃণমূলের সাংসদ সাকেত গোখলে টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যায়, প্রগতি ময়দানের ভারত মন্ডপমের বাইরে গোড়ালি সমান জল জমে রয়েছে। ওই ভিডিয়োর ক্যাপশনে সাকেত লেখেন, “এক সাংবাদিকের পোস্ট করা ভিডিয়ো অনুযায়ী, বৃষ্টিতে জি-২০ সম্মেলনের অনুষ্ঠানমঞ্চ জলমগ্ন হয়ে গিয়েছে। ৪ হাজার কোটি টাকা খরচ করার পর এই তো পরিকাঠামোর অবস্থা! ৪ হাজার কোটি টাকা থেকে কত টাকা মোদী সরকার নিজের পকেটস্থ করেছে?”
According to this video by a journalist, the VENUE OF THE G20 SUMMIT has gotten flooded today due to rains.
After spending 4000 crores, THIS is the state of infrastructure.
How much of this 4000 crores of G20 funds was embezzled by Modi Govt? https://t.co/6MWBRfcKsW
— Saket Gokhale (@SaketGokhale) September 10, 2023
কংগ্রেসের তরফেও একই ভিডিয়ো পোস্ট করা হয়। তাদের তরফেও বলা হয়, “ফাঁপা উন্নয়ন ফাঁস হয়ে গিয়েছে। জি-২০র জন্য ভারত মন্ডপম তৈরি করা হয়েছিল। ২৭০০ কোটি টাকা খরচ করা হয়েছে। একটু বৃষ্টিতেই তা ধুয়ে গেল…”
A video claims that there is waterlogging at venue of #G20Summit #PIBFactCheck:
✔️This claim is exaggerated and misleading
✔️Minor water logging in open area was swiftly cleared as pumps were pressed into action after overnight rains
✔️No water logging at venue presently pic.twitter.com/JiWzWx1riZ
— PIB Fact Check (@PIBFactCheck) September 10, 2023
সাকেত গোখলের ওই ভিডিয়োই পোস্ট করে কেন্দ্রীয় সরকারের সত্য়তা যাচাই শাখা প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে জানানো হয়, বৃষ্টির কারণে সামান্য জল জমেছিল। পাম্প ব্যবহার করে দ্রুত সেই জল বের করে দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে বলা হয়, “ভিডিয়োয় দাবি করে হয়েছে জি২০ সম্মেলনের সভাস্থল জলমগ্ন হয়ে গিয়েছে। এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক ও বাড়িয়ে বলা হয়েছে। ওপেন এরিয়ায় সামান্য জল জমেছিল সারা রাত বৃষ্টি হওয়ার কারণে, যা পাম্প ব্যবহার করে বের করে দেওয়া হয়। কোনও জল জমা নেই ওখানে।”