AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Starlink in India: ‘পাকা কথা’ কি তবে হয়ে গেল? স্টারলিঙ্কের প্রতিনিধিদের সঙ্গে বিশেষ বৈঠক গোয়েলের

Starlink in India: বুধবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে স্টারলিঙ্কের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। সেই পোস্টে তিনি লেখেন, 'স্টারলিঙ্কের প্রতিনিধিদের বৈঠক করলাম। উপস্থিত ছিলেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট চাড গিবস ও সিনিয়র ডিরেক্টর রায়েন।'

Starlink in India: 'পাকা কথা' কি তবে হয়ে গেল? স্টারলিঙ্কের প্রতিনিধিদের সঙ্গে বিশেষ বৈঠক গোয়েলের
স্টারলিঙ্কের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক গোয়েলেরImage Credit source: X
Follow Us:
| Updated on: Apr 16, 2025 | 7:21 PM

নয়াদিল্লি: ভারতে স্টারলিঙ্কের আগমন নিয়ে যেন ‘বরণডালা’ সাজাচ্ছে কেন্দ্র। সম্প্রতি, প্রধানমন্ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের পর রিলায়েন্স জিয়ো এবং এয়ারটেল, এই দুই টেলিকম সংস্থার সঙ্গে স্টারলিঙ্ক হাত মিলিয়েছে বলে খবর ছড়িয়েছিল। এবার সেই আবহেই স্টারলিঙ্কের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সারলেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।

বুধবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সেই বৈঠকের কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। সেই পোস্টে তিনি লেখেন, ‘স্টারলিঙ্কের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলাম। সেখানে উপস্থিত ছিলেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট চাড গিবস ও সিনিয়র ডিরেক্টর রায়েন।’ তাঁর সংযোজন, ‘স্টারলিঙ্কের অত্যাধুনিক প্রযুক্তি, তাদের বর্তমান অংশীদারিত্ব ও ভারতে সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও এই বৈঠকে আলোচনা হয়েছে।’

উল্লেখ্য, স্টারলিঙ্ক শুরুর পর থেকেই ভারতে এই ইন্টারনেট পরিষেবা চালু করা নিয়ে কয়েকটি কারণে বাধা তৈরি হয়েছিল। যার মধ্য়ে অন্যতম, স্যাটেলাইট নির্ভর হওয়ায় এই ইন্টারনেট পরিষেবার উপর নজরদারি চালানো কেন্দ্রের পক্ষে সম্ভব হবে না।

কিন্তু মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসতেই সেই স্টারলিঙ্কককেই চালু করতে উদ্যত্ত হয়েছে কেন্দ্র সরকার। সেই ভিত্তিতে কৃত্রিম উপগ্রহ নিয়ন্ত্রিত এই ইন্টারনেট পরিষেবা যাতে জাতীয় নিরাপত্তাকে প্রশ্ন চিহ্নের মুখে না ফেলে তাই আগেভাগেই ইলন মাস্কের স্টারলিঙ্কের জন্য একটি নিয়ন্ত্রণ কেন্দ্র প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছে ভারত সরকার। জানা গিয়েছে, এই কেন্দ্র থেকেই গোটা দেশে স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবার উপর নজরদারি চালাবে সরকার পক্ষ।