নয়া দিল্লি : সনিয়া-পিকে সাক্ষাৎ নিয়ে ইতিমধ্যে চড়ছে রাজনৈতিক মহলে উত্তেজনার পারদ। চারদিনে তৃতীয়বার সাক্ষাতে কংগ্রেসের সভাপতি ও ভোটকুশলী প্রশান্ত কিশোর। গত শনিবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী ও দলের অন্যান্য নেতার সঙ্গে বৈঠক করেন প্রশান্ত কিশোর। তারপর সূত্র মারফত জানা যায় যে, প্রশান্তকে কংগ্রেসে যোগ দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছে দলের তরফে। এইবার তিনি কোনটা বেছে নেন বা কংগ্রেস কোন সিদ্ধান্ত নেয় তা সময় বলবে। উল্লেখ্য, শনিবার ১০ জনপথের বৈঠকে কংগ্রেসের নেতা-নেত্রীদের সামনে একটি বিস্তারিত প্রস্তাব রাখেন পিকে। বর্তমান জাতীয় রাজনীতিতে কংগ্রেস যে নিভু নিভু আলো নিয়ে জ্বলছে তা বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি পাঁচ রাজ্য়ের নির্বাচনেও মাথা তুলে দাঁড়াতে পারেনি তারা। নতুন করে কোনও রাজ্যে ক্ষমতা দখল তো দুরস্ত, নিজেদের দখলে থাকা পঞ্জাবের আসনও হারিয়েছেন তারা। এই মুহূর্তে কংগ্রেসের নির্বাচনী ব্লু-প্রিন্ট বদলানো যে আশু প্রয়োজন তা টের পেয়েছে কংগ্রেস। আগামী নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের কী কী পদক্ষেপ করা উচিত শনিবারের বৈঠকে তা তুলে ধরেন ভোটকুশলী পিকে।
ভোটকুশলী হিসেবে ভালোই নাম করেছেন প্রশান্ত কিশোর। তাঁর অ্যাসাইনমেন্টের মধ্যে বর্তমানে উল্লেখযোগ্য হল বাংলায় তৃণমূলেপ হয়ে ২১ এর বিধানসভা নির্বাচন। ভোটকুশলী হিসেবে তাঁর সাফল্যের তালিকায় রয়েছে ২০১২ সালের গুজরাট নির্বাচন। ২০১৪ সালের লোকসভা নির্বাচন। এই দুই নির্বাচনেই জয় হয় বিজেপির। এছাড়াও ২০১৫ সালে বিহারের জেডিইউ-র হয়ে নির্বাচনী প্ল্যান তৈরি করেছিলেন তিনি। ২০১৯ সালে অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনে জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের ভোটকুশলী হিসেবে তিনি কাজ করেছেন। সেই সফল ভোটকুশলী পিকেই আগামী নির্বাচন নিয়ে পরামর্শ দিলেন গ্র্যান্ড ওল্ড পার্টি। রাজনৈতিক দল হিসেবে প্রাসঙ্গিকতা বাড়ানোর বা ক্ষমতা বাড়ানোর জন্য প্রেসক্রিপশনে কংগ্রেসকে কী দাওয়াই লিখলেন পিকে?
উল্লেখ্য, নির্বাচনী ময়দানে পিকে-র পরামর্শ মেনে চলতে কংগ্রেস রাজি হবে কিনা তা এখনও জানা যায়নি। প্রশান্ত কিশোরের দেওয়া পরামর্শ খতিয়ে দেখতে কংগ্রেসের অন্দরে টিমও গঠন করা হয়েছে। সেই টিম খতিয়ে দেখবে কংগ্রেসের জন্য় এই পরামর্শ গ্রহণযোগ্য কিনা। কংগ্রেসের সভাপতি সনিয়া গান্ধীর কাছে সেই রিপোর্ট এক সপ্তাহের মধ্যে পেশ করার কথা। সূত্রের খবর, এই রিপোর্ট অনুযায়ী সর্বশেষ সিদ্ধান্ত নেবেন সনিয়াই।
আরও পড়ুন : Amit Shah : রাজ্য বিজেপিতে ভাঙনের খেলার মাঝেই বাংলায় সফরে আসছেন অমিত শাহ