Supreme Court of India: যৌনতা বিষয়ক বিজ্ঞাপনে পড়াশোনায় মন না বসায় ৭৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ চেয়েছিলেন, পাল্টা জরিমানা করল সুপ্রিম কোর্টই

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Dec 09, 2022 | 3:49 PM

Supreme Court of India: যৌনতা বিষয়ক বিজ্ঞাপনের জন্য চাকরির পরীক্ষার পড়ায় মন বসেনি। তাই গুগল ইন্ডিয়ার কাছে ৭৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে আবেদন করলেন মধ্য প্রদেশের এক ব্যক্তি।

Supreme Court of India: যৌনতা বিষয়ক বিজ্ঞাপনে পড়াশোনায় মন না বসায় ৭৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ চেয়েছিলেন, পাল্টা জরিমানা করল সুপ্রিম কোর্টই
ফাইল ছবি।

Follow Us

নয়া দিল্লি: বিভিন্ন বিচারবিভাগীয় বিষয় নিয়ে নিষ্পত্তির জন্য দেশের নাগরিকরা আদালতে দ্বারস্থ হন। এবার যিনি আদালতের দ্বারস্থ হলেন, তাঁর অভিযোগের বিষয় হল, যৌনতা বিষয়ক বিজ্ঞাপনে পড়ায় মন বসছে না। তাই কড়া পদক্ষেপের আবেদন জানিয়ে একেবারে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন ওই ব্যক্তি। ইউটিবের (YouTube)-এ এ সব বিজ্ঞাপন আসায়, কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, ইউটিউবের বিজ্ঞাপনে বিভিন্ন যৌন বিষয়ক ও নগ্নতার ছবি দেখানো হয়। আর তার ফলেই তিনি পরীক্ষা থেকে বিচ্যুত হয়ে যান। সূত্রের খবর, এই অভিযোগ তুলেই ইউটিউবের কাছে ৭৫ লক্ষ টাকার ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ওই ব্যক্তি। জানা গিয়েছে, এই আবেদনে কোনওরকম গুরুত্ব দেয়নি শীর্ষ আদালত।

মধ্য প্রদেশের বাসিন্দা ওই ব্যক্তি। সে রাজ্যে পুলিশে নিয়োগের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু সেই পরীক্ষায় দুর্ভাগ্যবশত উত্তীর্ণ হননি তিনি। এবং তাঁর এই ব্যর্থতার জন্য ইউটিউবে নগ্ন বিজ্ঞাপনকে দায়ী করেছেন তিনি। মধ্য প্রদেশের পুলিশে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ওই ব্যক্তি। তবে পড়াশোনায় মন বসানো দায়। ইউটিউব খুললেই বিজ্ঞাপনে যৌনতা ও নগ্ন ছবির হাতছানি। তাই আর মন বসে না পড়াশোনায়। এমনটাই অভিযোগ তুলে গুগল ইন্ডিয়ার তরফে ক্ষতিপূরণ বাবদ ৭৫ লক্ষ টাকার দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ চেয়েছেন তিনি। এর পাশাপাশি তিনি ইউটিউবে সকল রকমের নগ্নতার উপর নিষেধাজ্ঞা জারি করার আবেদন করেছিলেন।

তবে ওই ব্যক্তির আবেদনে কোনও প্রকার কর্ণপাত করেনি শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল ও অভয় এস. ওকারের বেঞ্চ এই আবেদন খারিজ করে জানিয়েছে, সবথেকে জঘন্য আবেদন ছিল এটি। শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, এই আবেদনে আদালতের কেবলমাত্র সময়ই নষ্ট হয়েছে। আর আদালতের এইভাবে সময় নষ্ট করার জন্য সেই আবেদনকারীকে ২৫ হাজার টাকার জরিমানা করা হয়েছে। এবং নিশ্চিত করতে বলা হয়েছে যাতে শীর্ষ আদালতে আর কোনও এরকম আবেদন গৃহীত না হয়। এই বেঞ্চ মধ্য প্রদেশের ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেছে, ‘আপনার যদি কোনও বিজ্ঞাপন ভাল না লাগে তাহলে দেখবেন না।’

Next Article
TMC: বিজেপির বড় জয়ের পরই গুজরাটে পা তৃণমূল প্রতিনিধিদের, যাবেন আদালতেও
Locket Chatterjee In Parliament: বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে সংসদে সরব লকেট