নয়া দিল্লি: ২৩ দিনে পড়ল কৃষক আন্দোলন (Farmer’s Protest)। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সিঙ্ঘু সীমান্তে অনড় আন্দোলনরত কৃষকরা। তার মধ্যেই কৃষকদের উদ্দেশে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করলেন, কৃষকদের দিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে বিরোধীরা। পাশাপাশি তিনি দাবি করেন, কৃষদের জন্য সবচেয়ে বেশি ভাবে তাঁর সরকার।
প্রধানমন্ত্রীর বক্তব্য ভিডিয়ো সম্প্রচারের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় ২৩ হাজার গ্রামে। সেখানে নমো জানান, তাদের সরকার কৃষকদের উন্নতি ও আয় বাড়াতে দায়বদ্ধ। প্রধানমন্ত্রী বলেন, “আইন রাতারাতি হয়নি। এর আগে বিরোধীরা ইস্তেহারে বারবার এই আইনের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু ক্ষমতায় এসে তা পালন করেনি। দশকের পর দশক ধরে কৃষকদের অবহেলা করা হয়েছে।”
কৃষি আইনে লাভ হবে কৃষকদেরই, আগেও বারবার একথা বলেছেন প্রধানমন্ত্রী। এবার সরাসরি আক্রমণ করলেন বিরোধীদের। নরেন্দ্র মোদী জানান, বিরোধীরা বিশ্বাস করতে পারছে না, যা তারা এতদিনে করত পারল না সেটাই মোদী করে দেখিয়েছে। তাই কৃষকদের ভুল পথে চালিত করছে তারা। নমো অভিযোগ করেন, কৃষকদের কাঁধে বন্দুক রেখে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে বিরোধীরা।
গতকালই কৃষকদের ভুল পথে চালিত করার অভিযোগে বিরোধীদের একহাত নিয়েছিলেন বিজেপি শাসিত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নরেন্দ্র মোদী আরও বেশি করে দায় চাপালেন বিরোধীদের মাথায়। স্বামীনাথন রিপোর্টের কথা উল্লেখ করে নমো অভিযোগ করেন, বিরোধীরা কৃষকদের নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়।
আরও পড়ুন: বাংলার বিজেপি নেতাদের আপাতত গ্রেফতার নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
কৃষিঋণ মুকুব করা নিয়েও কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। বিরোধীরা কৃষিঋণ মুকুব করার শুধু প্রতিশ্রুতি দেয় কিন্তু কখনওই সম্পূর্ণ কৃষিঋণ মুকুব হয় না। একথাও বলেন নরেন্দ্র মোদী। পাশাপাশি মধ্য প্রদেশের নির্বাচনের প্রসঙ্গ তুলে এনে মোদী জানান, বিরোধীরা প্রতিশ্রুতি দিয়েছিল সরকার গড়ার ১০ দিনের মধ্যে কৃষিঋণ মুকুব করবে কিন্তু তারপর একাধিক অজুহাত এনে তা করেনি।