PM Modi News: খুদেদের সঙ্গে খোশমেজাজে মোদী, আদিবাসীদের থেকে পেলেন ‘বিশেষ উপহার’

PM Modi Visits Chhattisgarh: শনিবার রায়পুরে নতুন বিধানসভা উদ্বোধন ঘিরে আয়োজন হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তাঁর হাতেই উদ্বোধন হয়েছে সে রাজ্য়ের নতুন বিধানসভা। এদিন সেই উদ্বোধনী অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী বলেন, 'এই নতুন বিধানসভা দেশের দৃষ্টিভঙ্গিকে মানুষের সামনে তুলেছে।

PM Modi News: খুদেদের সঙ্গে খোশমেজাজে মোদী, আদিবাসীদের থেকে পেলেন বিশেষ উপহার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: PTI

|

Nov 01, 2025 | 8:09 PM

রায়পুর: মোদীর ছত্তীসগঢ় সফরে ঠাসা কর্মসূচি। উদ্বোধন করলেন নতুন বিধানসভা, দেখা করলেন সে রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গে। বিষ্ণু দেও-র রাজ্য়ে দিনভর ব্যস্ত থাকলেন প্রধানমন্ত্রী। আর সেই সবের ফাঁকে আলাপ করলেন খুদেদের সঙ্গেও।

শনিবার রায়পুরে নতুন বিধানসভা উদ্বোধন ঘিরে আয়োজন হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তাঁর হাতেই উদ্বোধন হয়েছে সে রাজ্য়ের নতুন বিধানসভা। এদিন সেই উদ্বোধনী অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘এই নতুন বিধানসভা দেশের দৃষ্টিভঙ্গিকে মানুষের সামনে তুলেছে। এটি একটি শুধু বিধানসভা নয়, বরং গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। যার অন্দরে বসে নেওয়া প্রতিটি সিদ্ধান্তের উপর নির্ভর করে রয়েছে ছত্তীসগঢ়ের সাধারণ মানুষের ভবিষ্যৎ।’

বিধানসভা উদ্বোধনের পাশাপাশি নয়া রায়পুরে একটি ধার্মিক কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন করেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি মূর্তিও। মোদীর হাতে উদ্বোধন হওয়া এই নতুন কেন্দ্রটি যোগব্য়ায়াম, ধর্মচর্চার অন্যতম আধার। সেখানে যোগ দিয়ে মোদী বলেন, ‘দেশের বিকাশ সরাসরি ভাবে রাজ্য়ের বিকাশের সঙ্গে যুক্ত। রাজ্য় সরকারগুলির উচিত এই মন্ত্রেই নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ করা।’

নয়া রায়পুরে সেই ধর্মীয় কেন্দ্র উদ্বোধন সেরে প্রধানমন্ত্রী পৌঁছে যান শ্রী স্বাস্থ্য সাই সঞ্জীবনী হাসপাতালে। সেখানে আয়োজিত ‘দিল-কি-বাত’ নামে একটি অনুষ্ঠান। যেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিল হাজার হাজার খুদেরা। তাঁদের প্রত্যেকেরই নানা সমস্যা। ওই টুকু বয়সেই কেউ ভুগছে হৃদরোগের সমস্যায়, কেউ আবার ভুগছে অন্য কোনও ব্য়াধীতে। সংশ্লিষ্ট হাসপাতালেই বিনামূল্য চিকিৎসা করায় তাঁরা। শনিবার সেই খুদেদের সঙ্গে দেখা করেন মোদী। বেশ খোশমেজাজে শিশুদের সঙ্গে মিশে যান তিনি। উল্লেখ্য, এদিন মোদীকে কাছে পেয়ে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরাও। দেশের প্রধানমন্ত্রীকে একটি বিশেষ উপহারও তুলে দেন ছত্তীসগঢ়ের আদি বাসিন্দারা।