PM Modi Speech: ‘পরিবার কা সাথ, পরিবার কা বিকাশ’, নাম না করেই কংগ্রেসকে আক্রমণ মোদীর

PM Modi Speech: তাঁর কথায়, 'দেশ সেবার জন্য আমাদের মন্ত্র একটা সবকা সাথ, সবকা বিকাশ অর্থাৎ সবার সঙ্গ, সবার বিকাশ। আমরা শুধুমাত্র তাদের সঙ্গেই কাজ করি, যারা এই মন্ত্রেও বিশ্বাস করে।'

PM Modi Speech: পরিবার কা সাথ, পরিবার কা বিকাশ, নাম না করেই কংগ্রেসকে আক্রমণ মোদীর
নরেন্দ্র মোদীImage Credit source: PTI

|

Apr 11, 2025 | 6:01 PM

বারাণসী: শুক্রবার বারাণসী সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেও একটি সভা থেকে দেশের ‘মন্ত্র’ বুঝিয়ে বিরোধীদের দিকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী।

এদিন সফরে গিয়ে বারাণসীতে একটি সরকারি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। পিএমও সূত্রে খবর, বারাণসী সফরে মোট ৩ হাজার ৮৮০ কোটি টাকা মূল্যের ৪৪টি প্রোজেক্ট উদ্বোধন করেন তিনি। তারপর সেই সভা থেকেই বিরোধীদের দেশবাসীর সেবার ‘মন্ত্র’ মনে করিয়ে দেন মোদী।

তাঁর কথায়, ‘দেশ সেবার জন্য আমাদের মন্ত্র একটা সবকা সাথ, সবকা বিকাশ অর্থাৎ সবার সঙ্গ, সবার বিকাশ। আমরা শুধুমাত্র তাদের সঙ্গেই কাজ করি, যারা এই মন্ত্রেও বিশ্বাস করে।’ এরপরেই কংগ্রেসের নাম না করে পরিবারবাদের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘কিন্তু যারা শুধু ক্ষমতায় আসার জন্য সারাদিন ছলনা করে বেরায়। তাদের জীবনে আদর্শ একটাই পরিবার কা সাথ, পরিবার কা বিকাশ।’

শুক্রবার মোদীর ভাষণে উঠে আসে বারাণসীর পূর্বাঞ্চলের স্বাস্থ্য খাতে হওয়ার উন্নতির কথাও। তিনি বলেন, ‘আগে এই এলাকায় মানুষ প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা টুকুও ঠিক করে পেত না। কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই। আজকের কাশীতে চিকিৎসা ক্ষেত্রের নিরিখে টেক্কা দিতে পারবে যে কাউকে।’ প্রধানমন্ত্রীর আরও সংযোজন, ‘আমাদের সরকারের লক্ষ্য ২০৩৬ সালে অলিম্পিকস গেমও ভারতে আয়োজন করার।’