বেঙ্গালুরু: তিনদিন বাদেই কর্নাটক বিধানসভা নির্বাচন (Karnataka Assembly Election)। শেষ মুহুর্তের প্রচারে ঝড় তুলছে বিজেপি থেকে কংগ্রেস। বিজেপির সমর্থনে ভোট টানতে মাঠে নেমেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েকদিন ধরে নাগাড়ে রোড শো করে চলেছেন মোদী। গতকালই বেঙ্গালুরুতে ২৬ কিলোমিটার জুড়ে বর্ণাঢ্য রোড শো করেন তিনি। রবিবারেও নেই ছুটি। আজও ১০ কিমি এলাকা জুড়ে রোড শো করেন প্রধানমন্ত্রী।
আজ সকালে নিউ তিপ্পেসান্দ্রা জাংশনের কেম্পেগৌড়া স্ট্যাচু থেকে এই রোড শো শুরু হয়। শেষ হয় এম জি রোডের ট্রিনিটি সার্কেলে। কর্নাটক নির্বাচনের মাত্র তিনদিন আগেই এই বর্ণাঢ্য শোভাযাত্রা করে কর্নাটকবাসীর মন জয় করতে মরিয়া বিজেপি। পুনরায় ক্ষমতায় ফিরতে এক চুলও জমি ছাড়ছে না শাসক দল। রোড শোয়ের সময় হাজার হাজার জনতা মোদীকে দেখার জন্য রাস্তার দু’ধারে ভিড় করেছেন। ভিড়ে ছিলেন বিজেপির কর্মী সমর্থকরাও। দু’ধানের একরাশ জনতার মাঝেই গাড়ি করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। চারিদিক থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে তাঁর উপর। এদিকে চারপাশ থেকে স্লোগান উঠেছে, ‘মোদী, মোদী’।
#WATCH | Prime Minister Narendra Modi begins his roadshow in Bengaluru ahead of #KarnatakaAssemblyElection
PM started his roadshow from the Kempegowda statue at New Tippasandra Road and it will end at Trinity Circle. pic.twitter.com/E0nTk6eifJ
— ANI (@ANI) May 7, 2023
গতকালও রোড শো করেন প্রধানমন্ত্রী। রোড শো শেষে তিনি বলেন, কর্নাটকের মানুষ তাঁর প্রতি যে ভালবাসা দেখিয়েছেন তা তিনি সারাজীবন উপভোগ করবেন। রোড শোয়ের শেষে টুইটে তিনি বলেন, “আমি বেঙ্গালুরুতে যা দেখলাম তা যদি শব্দ দিয়ে বর্ণনা করা যেত! আমাকে এত স্নেহ, ভালবাসা দেওয়ার জন্য আমি কর্নাটকবাসীকে প্রণাম জানাই। এই ভালবাসা আমি সারাজীবন লালন করব।” প্রসঙ্গত, আজই কর্নাটকে নির্বাচনী প্রচারের শেষ দিন। তাই শেষ দিনেও কোনও জমি ছাড়ছে না বিজেপি। শেষ মুহূর্তের প্রচারেও জনসংযোগের অবকাশ ছাড়েনি তারা। আজ শিবামোগ্গা ও নানজানগুড়ে মোদীর দুটি জনসভাও রয়েছে। আগামী ১০ মে ভোটগ্রহণ কর্নাটকে। আগামী ১৩ মে ফলাফল প্রকাশ হবে।