PM Modi: দেশের সবথেকে বড় বেসরকারি হাসপাতালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Aug 24, 2022 | 5:19 PM

PM Narendra Modi: বুধবার (২৪ অগস্ট) হরিয়ানায় অমৃতা হাসপাতাল এবং মোহালিতে হোমি ভাবা ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

PM Modi: দেশের সবথেকে বড় বেসরকারি হাসপাতালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী
ভারতের সবথেকে বড় হাসপাতাল, 'অমৃতা হাসপাতালের' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Follow Us

ফরিদাবাদ: বুধবার (২৪ অগস্ট) ভারতের সবথেকে বড় হাসপাতাল, ‘অমৃতা হাসপাতালের’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিয়ানার ফরিদাবাদের এই বেসরকারি হাসপাতালটিতে মোট ২,৬০০টি শয্যা রয়েছে। সম্পূর্ণ-স্বয়ংক্রিয় পরীক্ষাগার-সহ একেবারে অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত হাসপাতালটি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় এবং মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর।

হাসপাতালটির উদ্ধোধন করে প্রধানমন্ত্রী মোদী বলেন, “ভারত এমন একটি দেশ যেখানে স্বাস্থ্য পরিষেবা এবং আধ্যাত্মিকতা ঘনিষ্ঠভাবে জড়িত। কোভিড-১৯’এর মোকাবিলা, আধ্যাত্মিকতা ও ব্যক্তিগত অংশীদারিত্বের একটি নিখুঁত উদাহরণ। এই অংশীদারিত্ব সচেতনতা তৈরি করতে এবং বিশ্বের বৃহত্তম টিকাদান অভিযান বাস্তবায়নে সহায়তা করেছে। প্রযুক্তি এবং আধুনিকীকরণের এই সংমিশ্রণ স্বাস্থ্য পরিষেবা খাতে দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাবে। স্বাস্থ্য ও শিক্ষা খাতকে একটি অভিযানে রূপান্তরিত করতে যাতে সরকার এবং অন্যরা এগিয়ে আসে তা নিশ্চিত করার চেষ্টা করছে ভারত।”


মাতা অমৃতানন্দময়ী মঠের সহায়তায় ছয় বছর ধরে ১৩০ একরের বিশাল জমির উপর এই অত্যাধুনিক হাসপাতাল স্থাপন করা হয়েছে। শুধুমাত্র গবেষণার জন্যই অমৃতা হাসপাতালে একটি সাত তলা বিশিষ্ট ভবন রয়েছে। আপাতত নতুন সুপার-স্পেশালিটি হাসপাতালটি ৫০০ শয্যা নিয়ে খোলা হয়েছে। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে হাসপাতালটি সম্পূর্ণরূপে চালু হবে বলে আশা করা হচ্ছে। সম্পূর্ণরূপে চালু হলে, এটিই হবে গেশের বৃহত্তম বেসরকারি হাসপাতাল। প্রায় ৮১টি বিশেষ রোগের চিকিৎসা হবে এই হাসপাতালে। মূল হাসপাতাল ভবনটি ১৪তলা বিশিষ্ট। হাসপাতালের ছাদে একটি হেলিপ্যাডও রয়েছে। ক্যাম্পাসে একটি মেডিকেল কলেজও থাকবে। গ্যাস্ট্রো-সায়েন্স, রেনাল সায়েন্স, হাড়ের রোগ এবং ট্রমা, ট্রান্সপ্ল্যান্ট এবং মা ও শিশুর যত্ন সহ আটটি সেন্টার অব এক্সেলেন্স রয়েছে।


এদিন শুধু এই হাসপাতালটিই নয়, পঞ্জাবের মোহালি জেলার মুল্লানপুরে হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টারেরও উদ্বোধন করেন। চণ্ডীগঢ়ের উপকণ্ঠে স্থাপিত এই হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। হোমি ভাভা ক্যান্সার হাসপাতাল এবং গবেষণা কেন্দ্রে ৩০০টি শয্যার সুবিধা রয়েছে। এছাড়া এমআরআই, ম্যামোগ্রাফি, ডিজিটাল রেডিওগ্রাফি, ব্র্যাকিথেরাপি সার্জারি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি এবং অস্থি মজ্জা প্রতিস্থাপনের মতো ক্যান্সারের সমস্ত ধরণের চিকিত্সা পদ্ধতির সুবিধা রয়েছে। ৬৬০ কোটি টাকারও বেশি ব্যয়ে এই হাসপাতালটি তৈরি করেছে টাটা মেমোরিয়াল সেন্টার। হাসপাতালটি তৈরির ফলে শুধু পঞ্জাব নয়, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড এবং রাজস্থানের মানুষও উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

Next Article