Mudra Loan: দশ বছরে পা মুদ্রা প্রকল্পের! খুশি হয়ে বাসভবনে উপভোক্তাদের আমন্ত্রণ জানালেন মোদী
Mudra Loan: এই প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেলে মঙ্গলবার একটি পোস্ট করেছেন মোদী। তিনি লিখেছেন, 'মুদ্রার দশবছর। উপভোক্তাদের নিজের বাসভবনে আমন্ত্রণ জানিয়ে ছিলাম। তাদের মুখে তাদের জীবন পরিবর্তনের গল্প শুনেছি।'

নয়াদিল্লি: একটা প্রকল্প জীবন বদলাতে সক্ষম? সম্ভবত পারে। মুদ্রা প্রকল্প গ্রহণের পর এমনই বলছেন একাংশের উপভোক্তারা। মঙ্গলবার দশ বছরে পা দিয়েছে কেন্দ্রের মুদ্রা লোন প্রকল্প। সেই মর্মেই নিজের বাসভবনে মুদ্রা উপভোক্তাদের জীবন কাহিনী শুনতে তাদের আমন্ত্রণ জানিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেলে মঙ্গলবার একটি পোস্ট করেছেন মোদী। তিনি লিখেছেন, ‘মুদ্রার দশবছর। উপভোক্তাদের নিজের বাসভবনে আমন্ত্রণ জানিয়ে ছিলাম। তাদের মুখে তাদের জীবন পরিবর্তনের গল্প শুনেছি।’
কী এই মুদ্রা লোন?
দেশের যুব প্রজন্ম ও ছোট ব্যবসায়ীরা যাতে অর্থের অভাব ব্যবসা তৈরি করা থেকে পিছিয়ে না আসেন, সেই বিষয়টি নিশ্চিত করতে শুরু হয় ‘প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা’। ২০১৫ সাল থেকে কেন্দ্রের উদ্যোগেই এই প্রকল্পের উপভোক্তা হয়েছেন কোটি কোটি মানুষ। একটি পরিসংখ্য়ান অনুযায়ী, ২০১৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত, এই আট বছরেই ৪৪ কোটি উপভোক্তাকে মুদ্রা লোনের আওতায় ঋণ দিয়েছে কেন্দ্র।
To mark #10YearsOfMUDRA, I had invited Mudra beneficiaries from all over India to my residence. They shared fascinating insights on how this scheme has transformed their lives. Do watch the interaction in a short while from now, at 9 AM.
— Narendra Modi (@narendramodi) April 8, 2025
কত টাকা পর্যন্ত মিলবে মুদ্রা ঋণ?
গত বছরই এই মুদ্রা লোনের ঋণের পরিমাণ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের মাধ্যমে এখন সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন আবেদনকারীরা। কেন্দ্রের তরফে জানা গিয়েছে, এই প্রকল্পের প্রথম বিভাগের মাধ্যমে মোট ৫০ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন আবেদনকারীরা। দ্বিতীয় বিভাগের মাধ্য়মে মিলে যেতে পারে ৫ লক্ষ টাকার ঋণ। তৃতীয় বিভাগের মাধ্য়মে মিলে যাবে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ। ব্যবসার মাপের ভিত্তিতেই নির্ধারিত হয় এই ঋণের পরিমাণ।

