PM Modi: সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 04, 2021 | 7:08 AM

Narendra Modi, নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা আধিকারিক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর দফতর সরকারিভাবে এই কর্মসূচির কথা এখনও ঘোষণা করেনি। তবে এই বিশেষ দিনে সেনা বাহিনীর সঙ্গে তিনি সময় কাটালে সেনা বাহিনীর মনোবল বাড়াবে।

PM Modi: সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ফাইল ছবি।

Follow Us

নয়া দিল্লি: বৃহস্পতিবার নৌসেরা সেক্টর এবং নিয়ন্ত্রন রেখার নিকট জম্মু কাশ্মীরের রাজৌরি সেক্টরে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে। রাজৌরি জেলার নৌসেরা ব্রিজে এই দীপাবলি উদযাপনের অনুষ্ঠানটি হবে বলেই জানা গিয়েছে।

বিগত কিছুদিন ধরে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে বারাবার উত্তপ্ত হয়ে উঠেছিল কাশ্মীর পরিস্থিতি। তার মধ্যেই প্রধানমন্ত্রী মোদীর এই কাশ্মীর সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এর আগেও ২০১৯ সালে রাজৌরি এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবারও তিনি সেনা ও জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা আধিকারিক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর দফতর সরকারিভাবে এই কর্মসূচির কথা এখনও ঘোষণা করেনি। তবে এই বিশেষ দিনে সেনা বাহিনীর সঙ্গে তিনি সময় কাটালে সেনা বাহিনীর মনোবল বাড়াবে। তাঁরা নিজেদের পরিবার পরিজন ছেড়ে দেশকে রক্ষা করা জন্য উৎসবের দিনগুলিতেও কর্তব্যে অবিচল। তাই দেশের প্রধানমন্ত্রী সঙ্গে সময়া কাটানো তাদের কাছে বড় পাওনা।

বিগত কয়েকদিন ধরেই একের পর এক জঙ্গি হানায় উত্তপ্ত কাশ্মীর পরিস্থিতি। কিছুদিনের আগেই ৫ জন পরিযায়ী শ্রমিক সহ ১১ জন নাগরিককে হত্যা করেছে জঙ্গিরা। অক্টোবরের ১১ ও ১৪ তারিখে যথাক্রমে দুই জুনিয়র অফিসার সহ ৯ জন সেনা জওয়ান জঙ্গি আক্রমণে প্রাণ হারিয়েছেন। ১১ অক্টোবর থেকে ভারতীয় সেনাবাহিনী রাজৌরি-পুঞ্চ সেক্টরের ঘন জঙ্গলে অভিযান চালাচ্ছে। পাকিস্তানের মদতপুষ্ঠ সন্ত্রাসী গোষ্ঠী লস্কর ই তৈয়বার সঙ্গে যুক্ত জঙ্গিরা এই এলাকায়া গা ঢাকা দিয়ে রয়েছেন বলেই সেনা বাহিনীর বিশ্বাস।

উল্লেখ্য, কিছুদিন আগেই একের পর এক জঙ্গি হানায় উত্তপ্ত পরিস্থিতিতেই তিন দিনের কাশ্মীর সফরে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (HM Amit Shah)। ৩৭০ ধারা অবলুপ্তির পর সেটাই ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম কাশ্মীর সফর। কাশ্মীরে পৌঁছেই একের পর এক জঙ্গি হানা, বিচ্ছিন্নতাবাদীদের আস্ফালন, জঙ্গি হানায় নাগরিকদের মৃত্যু, সীমান্তবর্তী এলাকায় বেআইনি অনুপ্রবেশ সহ বিভিন্ন বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরহিত্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কাশ্মীরে বিশাল সংখ্যায় মোতায়েন করা নিরপত্তারক্ষী থাকা সত্ত্বেও কেন উপত্যকায় সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদীরা মাথা চাড়া দিয়ে উঠছে সেই বিষয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। কাশ্মীরিদের নাগরিকদের মন জয়ে অমিত জানিয়েছিলেন এতদিন উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছিল কাশ্মীর কিন্তু এখন পরিস্থিতি বদলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কাশ্মীরের উন্নয়নে বদ্ধপরিকর।

আরও পড়ুন Madras High Court: শুধু সহবাস করলেই বৈবাহিক অধিকার নয়, জানাল মাদ্রাজ হাইকোর্ট

Next Article