Operation Sindoor | PM Modi LIVE: মহিলাদের সিঁদুর মোছার মূল্য এখন প্রত্যেক জঙ্গি জেনে গিয়েছে: মোদী

PM Modi LIVE: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিন পর জবাব দেয় ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানে। গুঁড়িয়ে দেয় একাধিক জঙ্গিঘাঁটি। তারপরই পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্তে উত্তেজনা বাড়ে। এই আবহে অপারেশন সিঁদুরের পর প্রথমবার জাতির উদ্দেশে ভাষণ মোদীর।

Operation Sindoor | PM Modi LIVE: মহিলাদের সিঁদুর মোছার মূল্য এখন প্রত্যেক জঙ্গি জেনে গিয়েছে: মোদী
প্রধানমন্ত্রী মোদীImage Credit source: PTI

|

May 13, 2025 | 12:07 AM

নয়াদিল্লি: সোমবার জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পহেলগাঁও হামলার পর দেশবাসীর কাছে পাক জঙ্গিদের শায়েস্তা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার সপ্তাহ খানেক পরেই হয়েছিল অপারেশন সিঁদুর। ভারতের প্রত্যাঘাতে কেঁপে উঠেছিল পাকিস্তানের সিন্ধ, পঞ্জাব ও অধ্যুষিত কাশ্মীর। সেনা সূত্রে খবর, এই প্রত্যাঘাতে শেষ হয়েছে শতাধিক জঙ্গি। নষ্ট হয়েছে ৯টি জঙ্গিঘাঁটি। আর এই অভিযানের পর প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 12 May 2025 08:23 PM (IST)

    জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না: মোদী

    ‘জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না। পাকিস্তানি সেনা, তাদের সরকার যেভাবে্ সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে, তা ওদেরই একদিন শেষ করে দেবে। বিশ্ববাসীকে বলে রাখি, পাকিস্তানের সঙ্গে যদি আমাদের আলোচনা হয়, তবে তা PoK নিয়েই হবে। সন্ত্রাসবাদ ইস্যুতেই হবে।’, দাবি মোদীর

  • 12 May 2025 08:16 PM (IST)

    অপারেশন সিঁদুর ভারতের নীতি: মোদী

    অপারেশন সিঁদুর নিউ নর্ম্যাল আবহ তৈরি করেছে। এটাই আমাদের নীতি। ভারতে কেউ হামলা চালালে আমরা তাদের জবাব দেবই। কোনও রকমের পরমাণু হুঁশিয়ারি ভারত সহ্য করবে না, দাবি  মোদীর।

  • 12 May 2025 08:12 PM (IST)

    প্রথম তিন দিনেই পাকিস্তানকে শেষ করেছি: মোদী

    বদলা নিয়েছে ভারত। করেছে প্রত্যাঘাত। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পড়শি দেশের বিরুদ্ধে গর্জন তুললেন প্রধানমন্ত্রী মোদী। বললেন, ‘তিন দিনেই পাকিস্তানকে শেষ করেছি। জঙ্গিদের ঘাঁটি ভেঙে দিয়েছি।’

  • 12 May 2025 08:10 PM (IST)

    ১০০ কুখ্যাত জঙ্গিকে নিকেশ করা হয়েছে: মোদী

    জঙ্গিঘাঁটিগুলিতে ঢুকে ১০০-র বেশি কুখ্যাত জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা।

  • 12 May 2025 08:06 PM (IST)

    অপারেশন সিঁদুর শুধু নাম নয়: মোদী

    পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। অপারেশন সিঁদুর শুধু নাম নয়। এটা প্রতিজ্ঞা। আমাদের মায়েদের সিঁদুর মোছার পরিণাম সারা বিশ্ব দেখেছে। প্রধানমন্ত্রী বলেন, মহিলাদের সিঁদুর মোছার মূল্য এখন প্রত্যেক জঙ্গি জেনে গিয়েছে।

  • 12 May 2025 08:05 PM (IST)

    পহেলগাঁওয়ে জঙ্গি হামলা কষ্টদায়ক: মোদী

    গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, পরিচয় জেনে হত্যা করা হয়েছে। এই হামলা কষ্টদায়ক।

  • 12 May 2025 08:03 PM (IST)

    সেনাকে কুর্নিশ প্রধানমন্ত্রীর

    জাতির উদ্দেশে ভাষণের শুরুতেই গত কয়েকদিনে সেনার অদম্য সাহসিকতাকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • 12 May 2025 07:48 PM (IST)

    আর কিছুক্ষণেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

    ঠিক রাত ৮টা। আর কিছুক্ষণেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নজর রাখুন টিভি৯ বাংলা।