AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: ‘বীর নায়ক’, পুলওয়ামা হামলায় শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন মোদীর

PM Modi: পুলওয়ামা হামলার ৪ বছর পূর্তি হল। এই দিন শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মোদী।

PM Modi: 'বীর নায়ক', পুলওয়ামা হামলায় শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন মোদীর
ছবি সৌজন্যে: ANI
| Edited By: | Updated on: Feb 14, 2023 | 10:50 AM
Share

নয়া দিল্লি: ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি। ভারতের জন্য কালা দিবস। পুলওয়ামায় (Pulwama) সন্ত্রাসবাদী হামলায় একসঙ্গে শহিদ হয়েছিলেন ৪০ জন সিআরপিএফ জওয়ান (CRPF Jawan)। আজ থেকে চার বছর আগে। মঙ্গলবার সেই ৪০ জন শহিদের প্রতিই শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন এই নিয়ে একটি টুইট করেছেন।

প্রধানমন্ত্রী টুইটে লেখেন, “আজকের দিনে পুলওয়ামায় যে বীরদের হারিয়েছি তাঁদের স্মরণ করছি। তাঁদের এই আত্মত্যাগ আমরা কোনওদিন ভুলব না। তাঁদের সাহস আমাদের শক্তিশালী দেশ গড়ে তুলতে উদ্বুদ্ধ করে।” ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি। কাশ্মীরের পুলওয়ামাতে সিআরপিএফ জওয়ানের একটি কনভয় যাচ্ছিল। সেই সময় বিস্ফোরক পদার্থ বোঝাই একটি গাড়ি নিরাপত্তা বাহিনীর কনভয়ে হামলা করে। আর বিস্ফোরণে মৃত্য়ু হয় দেশের ৪০ জন সিআরপিএফ জওয়ানের। এই হামলার দায় স্বীকার করে মাসুদ আজ়হারের নেতৃত্বাধীন পাকিস্তানি সন্ত্রাসবাদী গোষ্ঠী জইশ-ই-মহম্মদ।

তবে ভারতের এত বড় ক্ষতির পর চুপচাপ বসে থাকেনি দেশ। পাল্টা আক্রমণ চালিয়ে এই হামলার যোগ্য জবাব দিয়েছিল ভারত। বালাকোটের জবা টপে বিমান হামলা চালিয়ে জইশ-এর জঙ্গি প্রশিক্ষণ শিবির ধ্বংস করে ছিল ভারত। বিমান হামলায় নিহত সন্ত্রাসীদের সঠিক সংখ্যা জানা না গেলেও হামলার আগের দিন প্রশিক্ষণ শিবিরে ৩০০ জনেরও বেশি ধর্মীয় উগ্রপন্থীকে দেখা গিয়েছে বলে জানা যায়। এদিকে তিন বছর পরেও মাসুদ আজ়হার পাকিস্তানের সুরক্ষায় মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে। গত বছর কেন্দ্র তার ভাই মহিউদ্দিন ঔরঙ্গজেব আলমগীর ওরফে আম্মার আলভিকে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে পৃথক সন্ত্রাসী হিসাবে মনোনীত করেছিল।