
নয়াদিল্লি: বিশ্ব পরিবেশ দিবসে সিঁদুরের চারা পুঁতলেন মোদী। এদিন নিজের এক্স হ্যান্ডেলের মাধ্যমেই সেই সচেতনতার বার্তা দিলেন তিনি। একযোগে বোঝালেন সিঁদুর ও পরিবেশের মাহাত্ম্য।
মোদী লিখলেন, ‘সম্প্রতি যখন গুজরাট সফরে গিয়েছিলাম। সেখানে কচ্ছে থাকাকালীন আমার সঙ্গে এক দল মহিলা এসে দেখা করেছিলেন। ওনারা ১৯৭১-এর প্রত্যক্ষদর্শী। ওঁদের দাদা, ছেলে, স্বামীরা সেই যুদ্ধে গিয়েছিলেন। কেউ কেউ শহিদ হয়েছিলেন। তাঁরাই আমাকে এই সিঁদুরের চারাটা উপহার দিয়েছিলেন। আজ বিশ্ব পরিবেশ দিবস, সেই উপলক্ষেই নিজের বাসভবনে এটা বসালাম।’
উল্লেখ্য, এই সিঁদুর আসলে সেনা অভিযানের একটা প্রতীক। ঠিক যেভাবে এই চারাটা বড় হয়ে উঠবে, তেমন করেই সন্ত্রাসবাদ নির্মূলের দিকেই যেন এক ধাপ করে এগিয়ে যাবে ভারত।
1971 के युद्ध में साहस और पराक्रम की अद्भुत मिसाल पेश करने वाली कच्छ की वीरांगना माताओं-बहनों ने हाल ही में गुजरात के दौरे पर मुझे सिंदूर का पौधा भेंट किया था। विश्व पर्यावरण दिवस पर आज मुझे उस पौधे को नई दिल्ली के प्रधानमंत्री आवास में लगाने का सौभाग्य मिला है। यह पौधा हमारे देश… pic.twitter.com/GsHCCNBUVp
— Narendra Modi (@narendramodi) June 5, 2025
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুধু সিঁদুর চারাই নয়, দিল্লির ‘ফুসফুস’কে সতেজ করার উদ্যোগও নিলেন তিনি। বৃহস্পতিবার, আরাভালি গ্রিন প্রোজেক্টের সূচনা ঘটিয়ে নয়াদিল্লির ভগবান মহাবীর বনস্থলী পার্কে একটি চারা গাছ বসান তিনি। এই নতুন প্রকল্পটির মাধ্যমে দিল্লির পাহাড় এলাকাগুলিকে পুনরায় সবুজে ঢেকে দেওয়া হবে। পরিবেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, নতুন প্রকল্পে আরাভালি রেঞ্জের মোট ৭০০ কিলোমিটার অঞ্চল জুড়ে গাছ বসানো হবে। এই আরাভালি পাহাড় চত্বর মোট চারটি রাজ্যজুড়ে বিস্তৃত। যথাক্রমে দিল্লি, রাজস্থান, হরিয়ানা, গুজরাট।