
আহমেদাবাদ: গুজরাটের সভা থেকে অপারেশন সিঁদুরের প্রশংসায় পঞ্চমুখ মোদী। সেনা অভিযানে সাফল্য়ের পর সোমবার নিজের রাজ্য়ে সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। প্রথমে আহমেদাবাদে ৫০ হাজার জনতার সামনে রোড শো। তারপর লক্ষ-কোটি টাকার প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস। সব মিলিয়ে সোমেই প্রচণ্ড ব্যস্ত হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী।
এদিন তিনি বলেন, ‘জম্মু-কাশ্মীর পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীরা যা ঘটিয়েছে, তারপর ভারত কি চুপ করে বসে থাকতে পারে? মোদী কি চুপ করে বসে থাকতে পারে?যদি কেউ আমার বোনের সিঁথির সিঁদুর মুছে দেয়। তখন তাকে এই পৃথিবী থেকে মুছে যেতে হবে। ওরা স্বপ্নেও ভাবেনি, মোদীর সঙ্গে লড়াই করা কতটা কঠিন।’
তাঁর সংযোজন, ‘সন্ত্রাসবাদীরা দেশের ১৪০ কোটি জনগণের দিকে চ্যালেঞ্জ ছুড়েছিল। তাই মোদীও ঠিক সেটাই করেছে। যা করার জন্য আপনারা আমাকে প্রধান সেবকের পদে বসিয়েছেন। মোদী তাঁর তিন সেনাবাহিনীকেই ফ্রি-হ্যান্ড দিয়েছিল। তার ওই বীরেরা যা করেছেন। তা প্রশংসাযোগ্য। ২২ তারিখ ওরা যে খেলাটা শুরু করেছিল, তার শেষটা ৬ তারিখ রাতে ২২ মিনিটেই শেষ করেছে ভারত।’
উল্লেখ্য, দু’দিনের গুজরাট-সফরে ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর। সোমবার দাহোদ ও ভূজে ৮২ হাজার কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পের শিলান্যাসের পর তিনি চলে যাবে গান্ধীনগরে। এই ভূজেই যেখানে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছিল পাকিস্তান, সেখানেও প্রায় ৫৩ হাজার কোটি টাকার ৩৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং শিলান্যাস করবেন মোদী। যার মধ্য়ে অন্যতম কান্ডলা বন্দর প্রকল্প, সৌর বিদ্যুৎ প্রকল্প, তাপবিদ্যুৎ কেন্দ্র। পাশাপাশি,আনন্দ-গোধরা, মেহসানা, পালনপুর, রাজকোট-হাদমাটিয়া পর্যন্ত চলা ২ হাজার কোটি টাকার রেলট্র্য়াক, বৈদ্যুতিকরণেরও একটি প্রকল্প সোমবার উদ্বোধন করতে পারেন তিনি।