PM Modi: বন্যা-বিপর্যস্ত উত্তর-পূর্ব! মুখ্যমন্ত্রীদের ফোন করে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

PM Modi: রাজ্যের বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন তিনি। আমি তাঁকে গোটা পরিস্থিতি সম্পর্কে তাঁকে অবগত করেছি। পাশাপাশি, রাজ্য সরকার কীভাবে বিপর্যয়ের বিরুদ্ধে মোকাবিলা চালাচ্ছে সেই নিয়েও প্রধানমন্ত্রীকে সবটা জানিয়েছি।'

PM Modi: বন্যা-বিপর্যস্ত উত্তর-পূর্ব! মুখ্যমন্ত্রীদের ফোন করে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ফাইল ছবি)Image Credit source: PTI

|

Jun 03, 2025 | 12:11 PM

নয়াদিল্লি: মঙ্গলবার অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ও মণিপুরের রাজ্যপাল অজয় ভাল্লার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে চলা ভারী বৃষ্টিপাত ও বন্যা-বিপর্যস্ত অবস্থা নিয়ে আলোচনা করেন তিনি। পাশাপাশি, রাজ্যগুলিকে কেন্দ্রের তরফে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

এদিন নিজের এক্স হ্যান্ডেলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লেখেন, ‘কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। রাজ্যের বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন তিনি। আমি তাঁকে গোটা পরিস্থিতি সম্পর্কে তাঁকে অবগত করেছি। পাশাপাশি, রাজ্য সরকার কীভাবে বিপর্যয়ের বিরুদ্ধে মোকাবিলা চালাচ্ছে সেই নিয়েও প্রধানমন্ত্রীকে সবটা জানিয়েছি।’

হিমন্তের সংযোজন, ‘কেন্দ্র যে আমাদের পূর্ণ সহায়তা করতে তৈরি, সেই আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। অসমের মানুষও তাঁর প্রতি কৃতজ্ঞ।’ অন্যদিকে, সিকিমের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পর নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘রাজ্য়ের বন্যা ও বিপর্যয় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের রাজ্য় প্রশাসন বিপর্যয় মোকাবিলা ও দুর্গতদের সাহায্য় প্রদানে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতি বদ্ধ।’

উল্লেখ্য, প্রতিবারের মতো এই বারও মরসুমের প্রথম ধাপেই ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী সিকিম। গত দিন চারেক ধরে মেঘভাঙা বৃষ্টি চলছে উত্তর সিকিম-সহ সে রাজ্যের বিস্তীর্ণ এলাকায়। বাড়ছে তিস্তার জলস্তর। শঙ্কা মেঘ জড়ো হয়েছে গোটা উত্তর-পূর্বের আকাশেও। ভারী বৃষ্টি, বন্য়া, হড়পা বানে বিপর্যস্ত হয়েছে উত্তর-পূর্বের জনজীবন। আটকে হাজার হাজার পর্যটক। প্রাণ গিয়েছে কত শত মানুষের।