PM Modi: ফোনে-ফোনেই কথা হয়ে গেল মোদী-ট্রাম্পের, বৃহস্পতির সন্ধ্যায় বড় সিদ্ধান্ত

PM Modi Speaks With Donald Trump: সম্প্রতি ভারত সফরে এসেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতে এসে একাধিক সমঝোতা পত্র এবং চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। প্রতিরক্ষা থেকে বাণিজ্য, প্রতিটি বিষয়ে ভারত-রাশিয়া কাঁধে-কাঁধ রেখে কাজ করবে বলেই বার্তা দিয়েছিলেন মোদী-পুতিন।

PM Modi: ফোনে-ফোনেই কথা হয়ে গেল মোদী-ট্রাম্পের, বৃহস্পতির সন্ধ্যায় বড় সিদ্ধান্ত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পImage Credit source: X

|

Dec 11, 2025 | 8:26 PM

নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-আমেরিকার কৌশলী সম্পর্ক এবং আসন্ন সময়কাল নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করলেন দুই রাষ্ট্রপ্রধান। কীভাবে প্রতিটি স্তরে দু’টি দেশের মধ্য়ে সমন্বয় বৃদ্ধি করা যায়, সেই বিষয়টিও ফিরে ফিরে এল দু’জনের আলোচনায়।

সম্প্রতি ভারত সফরে এসেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতে এসে একাধিক সমঝোতা পত্র এবং চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। প্রতিরক্ষা থেকে বাণিজ্য, প্রতিটি বিষয়ে ভারত-রাশিয়া কাঁধে-কাঁধ রেখে কাজ করবে বলেই বার্তা দিয়েছিলেন মোদী-পুতিন। এমনকি, দেশের অন্য়তম পারমাণবিক কেন্দ্রকে সম্পূর্ণ পরিচালন ক্ষমতা সম্পন্ন করবেন বলেও বার্তা দিয়েছিলেন পুতিন।

এবার সেই আবহেই যেন ভারসাম্য বজায় রাখল নয়াদিল্লি, এমনটাই বলছেন একাংশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ফোনে কথা হল মোদী-ট্রাম্পের। দুই দেশের উন্নয়ন নিয়ে চলল বিস্তর আলোচনা। যা নিজের সমাজমাধ্যমেও তুলে ধরলেন প্রধানমন্ত্রী। এদিন এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, ‘মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও কৌশলী সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। এই দুই দেশ বিশ্বজুড়ে শান্তি, বৈচিত্র্য এবং উন্নয়ন বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

কিন্তু ঠিক কী কী বিষয়ে আলোচনা হয়েছে? নয়াদিল্লি সূত্রে খবর, প্রতিরক্ষা, তাপবিদ্যুৎ, নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন মোদী-ট্রাম্প। কী কী ভাবে ভারত-আমেরিকা আরও কৌশলী উপায়ে নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে পারে আলোচনা হয়েছে সেই নিয়েও। এমনকি, আগামী দিনেও তাঁরা একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রাখবেন বলেই জানিয়েছেন।