PM Modi Speech: ‘নিজের জীবনের ১১টা বছর ত্যাগ করে দিয়েছি…’, কাশ্মীর থেকে কেন এমন বললেন মোদী?

PM Modi Speech: কাশ্মীর থেকে কন্যা কুমারী, এবার রেল নেটওয়ার্কের ক্ষেত্রেও এই বাক্য সত্য হয়ে দাঁড়িয়েছে। আর যা সাধনে কাজ করেছে ভারতের একতা ও ইচ্ছাশক্তি।

PM Modi Speech: নিজের জীবনের ১১টা বছর ত্যাগ করে দিয়েছি..., কাশ্মীর থেকে কেন এমন বললেন মোদী?
জম্মুতে মোদীImage Credit source: নিজস্ব চিত্র

|

Jun 06, 2025 | 3:05 PM

কাশ্মীর: কাটরা থেকে কাশ্মীরবাসীর উদ্দেশে ভাষণ মোদীর। বৈষ্ণো দেবীকে প্রণাম শুরু করলেন নিজের বক্তব্য। জানালেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী রেল নেটওয়ার্কের ভাবনা এখন বাস্তবে পরিণত হয়েছে। আর যা সাধনে কাজ করেছে ভারতের একতা ও ইচ্ছাশক্তি।

তিনি যে আত্মবিশ্বাসী, কাটরার মঞ্চ থেকে তা স্পষ্ট করে দেন। মোদী বলেন, ‘আমি দেখেছি যত ভাল কাজ, সব আমার জন্য রেখে গিয়েছে আগের সরকার। এই প্রকল্পগুলি করা সত্যিই কঠিন ছিল। যার কারণ উপত্যকার পরিবর্তনশীল আবহাওয়া। কিন্তু তাও আমরা করিয়ে দেখিয়েছি।’

চেনাব, অঞ্জী যে ইঞ্জিনিয়ারিংয়ের নতুন দিশা। এই দুই সেতু কাশ্মীরের বাণিজ্য ও পর্যটনে গতি আনবে বলে কাটরা থেকে দাবি মোদীর। তাঁর কথায়, ‘এবার থেকে কাশ্মীরের আপেল আরও সস্তায় দেশের একাধিক রাজ্যে পৌঁছে যাবে। জম্মু ও কাশ্মীর ভারতের মুকুট, যা একাধিক রত্ন দ্বারা তৈরি।’

এরপরেই ইঙ্গিতে বিরোধীদের দিকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘ওরা কারা যারা সমাজ ঠিক করার কথা বলে? ওরা কারা যারা দলিতের নাম রাজনৈতিক রুটি সেঁকেছে? আমরা যে সব প্রকল্প তৈরি করেছি সেগুলোর দিকে তাকিয়ে দেখুন। ওরা কারা যারা এই অধিকার থেকে বঞ্চিত ছিল? ওরা কারা যারা স্বাধীনতার পর প্রাথমিক সুবিধা থেকে বঞ্চিত ছিল? ওরা আমাদের আদিবাসী ভাই-বোন, আমাদের দলিত ভাই-বোনেদের পরিবার। যাদের জন্য মোদী নিজের ১১টা বছর ত্যাগ করে দিয়েছে।’

মোদীর মুখে পহেলগাঁও

তিনি কাশ্মীরে গিয়েছেন। পহেলগাঁওয়ের কথা বলবেন না এমনটা হয় না। তার মধ্যে আজ তো আবার অপারেশন সিঁদুরের এক মাস পূর্ণ হওয়ার পালা। এদিন পাকিস্তানের বিরুদ্ধে তোপ দেগে মোদী তুলে ধরেন পহেলগাঁও প্রসঙ্গ। তুলে ধরে সন্ত্রাসীদের হাতে নিহত কাশ্মীরি সহিস আদিল হোসেনের কথাও। মোদীর দাবি, ‘পাকিস্তানিরা ভারতে সাম্প্রদায়িক হিংসা তৈরি করতে চেয়েছিল। কাশ্মীরে নির্বাচন হচ্ছে, উন্নয়ন হচ্ছে। এটা সন্ত্রাসবাদীদের সহ্য হয় না। এখানকার মানুষ এতই সন্ত্রাসী হিংসা দেখেছে যে তারা তো ভেবেই বসেছিল সন্ত্রাসবাদী তাদের জীবনের শেষ ধাপ। কিন্তু আমি জম্মু-কাশ্মীরকে সেই পরিস্থিতি থেকে বের করেছি। আমি এখানে বিকাশকে থামতে দেব না। যদি এখানকার যুব প্রজন্মের স্বপ্নপূরণের পথে কোনও বাধা তৈরি হয়। তা হলে সেই বাধাকে সবার আগে মোদীকে পেরতে হবে।’