G20 Summit 2023: ভার্চুয়াল জি২০ লিডার্স সম্মেলনের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী মোদী

জি২০-র ভার্চুয়াল সম্মেলনে জি২০ অন্তর্ভুক্ত দেশের নেতারা তো থাকবেনই। সেই সঙ্গে আফ্রিকান ইউনিয়ন এবং আরও ৯টি দেশকে অতিথি হিসাবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়াও আমন্ত্রিত ১১টি আন্তর্জাতিক সংগঠনের প্রধানরা। ভারতের বিদেশ মন্ত্রকের তরফেই সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

G20 Summit 2023: ভার্চুয়াল জি২০ লিডার্স সম্মেলনের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী মোদী
জি২০ সম্মেলনে মোদী। (ফাইল ছবি)Image Credit source: PTI

| Edited By: অংশুমান গোস্বামী

Nov 18, 2023 | 6:58 PM

নয়াদিল্লি: ভার্চুয়াল জি২০ লিডার্স সামিটের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সামিটের মধ্যে দিয়েই শেষ হবে ভারতের জি২০ প্রেসিডেন্সি। ২২ নভেম্বর, বুধবার হবে সেই সামিট। বিদেশ মন্ত্রকের তরফে শনিবার এ কথা জানানো হয়েছে। ভারতের জি২০ প্রেসিডেন্সি অফিসিয়ালি শেষ হচ্ছে ৩০ নভেম্বর। তার আগে এটাই হবে শেষ জি২০ সামিট। সেপ্টেম্বর মাসে জি২০ ক্লোসিং সামিটেই ভার্চুয়ালি সামিটের আয়োজনের কথা ঘোষণা করেছিলেন মোদী। এ সময়ে জি২০ কার্যকলাপের মূল্যায়ন এবং আগামী দিনে জি২০ সম্মেলনকে এগিয়ে নিয়ে যেতেই এই ভার্চুয়াল সামিটের আয়োজন করা হয়েছে।

জি২০-র ভার্চুয়াল সম্মেলনে জি২০ অন্তর্ভুক্ত দেশের নেতারা তো থাকবেনই। সেই সঙ্গে আফ্রিকান ইউনিয়ন এবং আরও ৯টি দেশকে অতিথি হিসাবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়াও আমন্ত্রিত ১১টি আন্তর্জাতিক সংগঠনের প্রধানরা। ভারতের বিদেশ মন্ত্রকের তরফেই সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এই সম্মেলনের আগে বিদেশ মন্ত্রকের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “নয়াদিল্লির জি২০ সম্মেলনের লিডার্স ডিক্লেরেশনে যে সর্বসম্মতি দেখা গিয়েছে তা নিশ্চিতভাবে উল্লেখযোগ্য। সেই সম্মেলন থেকে যা উঠে এসেছে তা নিয়ে এই ভার্চুয়াল সম্মেলনে আলোচনা করা হবে। তা নিয়ে পর্যালোচনা করা হবে।” প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই বিশ্বের প্রথম সারির বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে ভারতের অবস্থান নজর কেড়েছে। বিবাদমান বিভিন্ন দেশের সঙ্গে সরাসরি পক্ষ না নিয়ে ভারত যে ভাবে সম্পর্ক বজায় রেখে তাও উল্লেখযোগ্য। জি২০ সম্মেলনের ডিক্লেরেশনে সর্বসম্মতি আসলে যে ভারতের কূটনৈতিক সাফল্যই, সে বিষয়ে সন্দেহ নেই।