Aadi Mahotsav: ১ হাজারেরও বেশি শিল্পী, ২০০ টি দোকান, বৃহস্পতিতে মোদীর হাতে উদ্বোধন ‘আদি মহোৎসব’-র

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 15, 2023 | 12:52 PM

Aadi Mahotsav: বৃহস্পতিবার আদি মহোৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০ দিন ধরে চলবে এই উৎসব।

Aadi Mahotsav: ১ হাজারেরও বেশি শিল্পী, ২০০ টি দোকান, বৃহস্পতিতে মোদীর হাতে উদ্বোধন আদি মহোৎসব-র
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Follow Us

নয়া দিল্লি: কেন্দ্রের বিজেপি সরকার (BJP Government) বারংবার দাবি করেছেন,তারা ক্ষমতায় আসার পর থেকে আদিবাসীদের উপর নজর দিয়েছেন। আর এই বৃহত্তর ভাবে এই আদিবাসী সংস্কৃতি তুলে ধরতে জাতীয় আদিবাসী উৎসব ‘আদি মহোৎসব’-র আয়োজন করেছে কেন্দ্র। বৃহস্পতিবার এই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, দেশের প্রবৃদ্ধি ও উন্নয়নে তাদের অবদান রয়েছে আদিবাসী জনগোষ্ঠীর। আর এই অবদানের প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী মোদী তাদের কল্যাণে একাধিক পদক্ষেপ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আর এই আদিবাসীদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য জনজাতি বিষয়ক মন্ত্রকের অধীনে ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন লিমিটেড (TRIFED) এই’আদি মহোৎসবের’ আয়োজন করেছে। এই উৎসব আদিবাসী সংস্কৃতি, হাতের কাজ, খাবার, বাণিজ্য ও ঐতিহ্যবাহী শিল্পকে তুলে ধরা হয়। প্রতি বছরই এই উৎসবের আয়োজন করা হচ্ছে কেন্দ্রের তরফে।

সরকারের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই বছর ১৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি অবধি এই উৎসবের আয়োজন করা হয়েছে। নয়া দিল্লির মেজর ধ্যান চাঁদ ন্য়াশনাল স্টেডিয়ামে চলবে এই উৎসব। সেখানে ২০০ টির কাছাকাছি দোকান বসবে। সমগ্র দেশের আদিবাসী সংস্কৃতি ফুটে উঠবে এই দোকানগুলি জুড়ে। এই উৎসবে ১ হাজারের কাছাকাছি শিল্পী যোগ দেবেন বলে জানা যাচ্ছে। এদিকে কেন্দ্রের তরফে জোয়ার-বাজরার উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। ২০২৩ সালকে আন্তর্জাতিক জোয়ার-বাজরা বর্ষ হিসেবে উদযাপন করা হচ্ছে। তাই এখানেও ‘শ্রী অন্ন’-র প্রতি বিশেষ জোর দেওয়া হবে।

 

Next Article