
১২ নভেম্বর অন্ধ্রপ্রদেশের বন্দর শহর বিশাখাপত্তনমে রেলওয়ে স্টেশন পুনর্নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনকে দক্ষিণ উপকূলীয় রেলওয়ে জোনের সদর দফতর হিসেবে পুনর্নির্মাণ করা হচ্ছে।

পুনর্নির্মিত বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনে, যাত্রীদের সুবিধার্ধে অত্যাধুনিক স্কাইওয়াক, একটি স্মার্ট পার্কিং ম্যানেজমেন্ট সিস্টেম-সহ আরও অনেক পরিকাঠামোগত উন্নয়ন ঘটানো হবে।

এই প্রকল্পে একটি ইপিসি মডেল, অর্থাৎ, ইঞ্জিনিয়ারিং, প্রোকিওরমেন্ট এবং কনস্ট্রাকশন মডেল ব্যবহার করা হচ্ছে। এর জন্য আনুমানিক খরচ হবে ৪৬০ কোটি টাকা।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পের কাজ শেষ করার জন্য তিন বছরের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।