PM Modi New Office: ৭৮ বছর পর অফিস-বদল! প্রধানমন্ত্রীর ফেলে আসা ভবন নিয়ে অন্য় ভাবনা নয়াদিল্লির
PMO Shifting: বছর বছর ধরে সরকারি সচিবালয় হিসাবে ব্যবহৃত এই ভবনগুলিকে জাদুঘরে পরিণত করতে দায়িত্ব দেওয়া হয়েছে ফ্রান্সের জাদুঘর উন্নয়ন নাম একটি সংস্থাকে। ২০২৪ সালের ১৯ ডিসেম্বর সেই মর্মে তাঁদের সঙ্গে চুক্তিও স্বাক্ষর করেছে নয়াদিল্লি।

নয়াদিল্লি: তৈরি হয়ে গিয়েছে নতুন ভবন। মকর সংক্রান্তিতে সেখানে চলে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতার ৭৮ বছর পর প্রথমবার ঠিকানা বদলাচ্ছে PMO। সাউথ ব্লক ছেড়ে রাইসিনা হিলসের কাছে সেন্ট্রাল ভিস্তার এক্সিকিউটিভ এনক্লেভের নতুন ঠিকানায় যেতে চলেছেন প্রধানমন্ত্রী।
ব্রিটিশ আমলে দিল্লির রাইসিনা হিলসের উপর দু’টি সচিবালয় তৈরি হয়েছিল। একটির নাম নর্থ ব্লক ও অন্যটি সাউথ ব্লক। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, জওহরলাল নেহরুর আমল থেকেই সাউথ ব্লক প্রধানমন্ত্রীর দফতর বা পিএমও অফিস। কিন্তু এবার ১৪ জানুয়ারি, একেবারে মকর সংক্রান্তির দিন সাউথ ব্লক ছেড়ে ওই এক্সিকিউটিভ এনক্লেভে সরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। যার নাম সেবা তীর্থ।
এখানে মোট তিনটি অফিস থাকবে। সেবা তীর্থ-১ বা প্রধানমন্ত্রীর দফতর। সেবা তীর্থ-২ বা ক্যাবিনেট সচিবালয়। যা ইতিমধ্য়েই রাষ্ট্রপতি ভবন থেকে সরিয়ে নির্দিষ্ট জায়গায় নিয়ে আসা হয়েছে। সেবা তীর্থ-৩ বা জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়। এই দফতরের ঠিকানা পরিবর্তনের কাজ সম্পূর্ণ ভাবে শেষ হয়ে গেলে নর্থ ব্লক ও সাউথ ব্লককে জাদুঘরে পরিণত করে দেওয়া হবে।
বছর বছর ধরে সরকারি সচিবালয় হিসাবে ব্যবহৃত এই ভবনগুলিকে জাদুঘরে পরিণত করতে দায়িত্ব দেওয়া হয়েছে ফ্রান্সের জাদুঘর উন্নয়ন নাম একটি সংস্থাকে। ২০২৪ সালের ১৯ ডিসেম্বর সেই মর্মে তাঁদের সঙ্গে চুক্তিও স্বাক্ষর করেছে নয়াদিল্লি।
উল্লেখ্য, আগেই নর্থ ব্ল থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, অর্থ মন্ত্রকের অধিকাংশ দফতর সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে তৈরি কর্তব্য ভবনে সরে গিয়েছে। এছাড়াও অন্যান্য সচিবালয়ের জন্য কর্তব্য ভবন নামে দশটি বহুতল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনটি কর্তব্যভবন তৈরি হয়ে গিয়েছে। বাকি পরে সাতটি। এগুলি তৈরি হয়ে গেলে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক এখানে সরে যাবে।
