AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gangasagar: তারাতলা ব্রিজের হাইটবারে ধাক্কা, গঙ্গাসাগর যাওয়ার পথে বড় দুর্ঘটনার কবলে বাস

Taratala: সূত্র মারফত জানা যাচ্ছে, দশটা পনেরো নাগাদ মধ্যপ্রদেশ থেকে আগত একটি বাস গঙ্গাসাগর যাচ্ছিল। প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে বাসটি চালাচ্ছিলেন চালক। তখনই ঘটে বিপত্তি। তারাতলা ব্রিজের হাইটবারে  ধাক্কা মারে বাসটি। অন্তত তেমনটাই বক্তব্য স্থানীয় মানুষজনের। এরপরই বাসের সামনের অংশু দুমড়ে মুছড়ে যায়।

Gangasagar: তারাতলা ব্রিজের হাইটবারে ধাক্কা, গঙ্গাসাগর যাওয়ার পথে বড় দুর্ঘটনার কবলে বাস
দুর্ঘটনার কবে বাসImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 12, 2026 | 10:58 PM
Share

তারাতলা: গঙ্গাসাগরে যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনা। তারাতলা ব্রিজের হাইট বাড়ে ধাক্কা লাগল যাত্রী বোঝাই পূণ্যার্থীদের বাস। যার জেরে দুর্ঘটনার কবলে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেওয়া বাস। জানা যাচ্ছে, এই ঘটনায় আহত হয়েছেন আহত ৫ থেকে ৬ জন পূণ্যার্থী। তাঁদের বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র মারফত জানা যাচ্ছে, দশটা পনেরো নাগাদ মধ্যপ্রদেশ থেকে আগত একটি বাস গঙ্গাসাগর যাচ্ছিল। প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে বাসটি চালাচ্ছিলেন চালক। তখনই ঘটে বিপত্তি। তারাতলা ব্রিজের হাইটবারে  ধাক্কা মারে বাসটি। অন্তত তেমনটাই বক্তব্য স্থানীয় মানুষজনের। এরপরই বাসের সামনের অংশু দুমড়ে মুছড়ে যায়। আহত হয় পাঁচ থেকে ছয় জন। তাঁদের মধ্যে একজনের মাথায় কাচ ঢুকে গিয়েছে বলে জানা যাচ্ছে। সবাইকে বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত ঘটনাস্থলে কলকাতা পুলিশ।

এখানে উল্লেখ্য, এর আগে গঙ্গাসাগরে পূণ্যার্থীদের জন্য তৈরি ছাউনিতে আগুন ধরে গিয়েছিল। মূলত, পূণ্যার্থীদের জন্য একাধিক ছাউনি তৈরি করা হয়েছিল সাগরদ্বীপে। সেই ছাউনিতেই আগুন লেগে গিয়েছে। দাউদাউ করে জ্বলতে থাকে ছাউনিগুলি। শুধু তাই নয়, ভিতর থেকে বিস্ফোরণের শব্দও আসতে থাকে। কোনও সিলিন্ডার থেকে এই বিস্ফোরণ কি না, তা খতিয়ে দেখা হয়। আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ, তথ্য ও সংস্কৃতি দফতর, সংবাদমাধ্যম এবং বজরং পরিষদের একাধিক অস্থায়ী শিবির। মেলার শুরুর দিনই এমন ঘটনা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তারপর ফের একবার দুর্ঘটনার খবর প্রকাশ্যে।