নয়া দিল্লি: দেশে আরও একটা বন্দে ভারত এক্সপ্রেসের চাকা গড়াতে চলেছে। বৃহস্পতিবারই মোদীর হাত ধরে উত্তরাখণ্ডে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের (Vande Bharat Express) যাত্রা শুরু হবে। আগামিকাল ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
মোরাদাবাদ রেল বিভাগের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) সুধীর সিং জানিয়েছেন, ট্রেনটি দেরাদুন থেকে নয়া দিল্লি পর্যন্ত যাবে। আগামিকাল উত্তরাখণ্ডের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও। এর আগে এই মাসেই ১৮ মে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে সঙ্গে আরও একটা বন্দে ভারতের যাত্রা শুরু হতে চলেছে দেশে। এদিকে এই উদ্বোধনের সময়ই রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব বলেছিলেন, এই বছর জুনের মধ্যে দেশের প্রতিটি রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু করার লক্ষ্য নিয়েছেন মোদী। তিনি সংবাদ সংস্থা এএনআই-কে বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী লক্ষ্য স্থির করেছেন যে জুনের মধ্যে বন্দে ভারত প্রায় সমস্ত রাজ্যে পৌঁছে যাবে। বন্দে মেট্রো ১০০ কিলোমিটারেরও কম দূরত্বের জন্য এবং যাত্রীদের প্রতিদিনের ভ্রমণের জন্য ডিজাইন করা হচ্ছে”। এদিকে খুব শীঘ্রই আরও একটা বন্দে ভারত পেতে চলেছে বাংলা। নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত ছুটবে সেই ট্রেন। আপাতত আগামিকালের অপেক্ষা। উত্তরাখণ্ড পাবে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস।