PM Modi: জি-৭ ও কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে ৬ দিনের বিদেশ সফরে মোদী

PM Modi to Visit Japan, Papua New Guinea and Australia: ছয় দিনের বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি৭ ও কোয়াড সহ তিনটি সম্মেলনে যোগ দেবে তিনি। এর পাশাপাশি রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেরও সম্ভাবনা রয়েছে।

PM Modi: জি-৭ ও কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে ৬ দিনের বিদেশ সফরে মোদী
ফাইল ছবি

| Edited By: অঙ্কিতা পাল

May 17, 2023 | 6:43 AM

নয়া দিল্লি: ছয়দিনের জন্য বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী শুক্রবারই সফর শুরু মোদীর। জাপান, পাপুয়া নিউ গিনি ও অস্ট্রেলিয়া যাচ্ছেন তিনি। ১৯ মে থেকে ২৪ মে জি৭ ও কোয়াড সহ তিনটি গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক সম্মেলনে যোগ দেবেন মোদী। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে মোদীর এই বিদেশ সফরের কথা ঘোষণা করা হয়েছে।

সফরের প্রথম পর্যায়েই জাপানে যাবেন মোদী। জাপানের হিরোশিমা শহরে ১৯ থেকে ২১ মে জি-৭ উন্নত অর্থনীতির বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সেখানে তিনি খাদ্য, সার এবং জ্বালানি নিরাপত্তা সহ বিশ্বের সামনে একাধিক চ্যালেঞ্জ নিয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। জাপান থেকে মোদী পাপুয়া নিউ গিনির পোর্ট মোরেসবি যাবেন। যেখানে তিনি ২২ মে প্রধানমন্ত্রী জেমস মারাপের সঙ্গে যৌথভাবে ফোরাম ফর ইন্ডিয়া-প্যাসিফিক আইল্যান্ডস কো-অপারেশনের (এফআইপিআইসি) তৃতীয় শীর্ষ সম্মেলনের আয়োজন করবেন। এই প্রথম পাপুয়া নিউ গিনিতে ভারতের কোনও প্রধানমন্ত্রী যাচ্ছে। ফলে এই সফর অবশ্যই তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

উল্লেখ্য, ২০১৪ সালে চালু হয় এফআইপিআইসি। ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের ১৪টি দেশ – ফিজি, পাপুয়া নিউ গিনি, টোঙ্গা, টুভালু, কিরিবাতি, সামোয়া, ভানুয়াতু, নিউ, ফেডারেটেড স্টেটস অফ মাইক্রোনেশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ, পালাউ, নাউরু এবং সলোমন দ্বীপপুঞ্জ এই সংগঠনের সঙ্গে জড়িত। পাপুয়া নিউ গিনির সফর শেষে ২২ মে তিনি অস্ট্রেলিয়া যাবেন। সেখানে ২২ মে থেকে ২৪ মে পর্যন্ত কোয়াড সামিটে যোগ দেবেন তিনি। এই সামিটের আয়োজন করছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্য়ান্টনি অ্যালবানিজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি এই বৈঠকে যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। জাপানে জি৭ বৈঠকের বিষয়ে বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, “শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী অংশীদার দেশগুলোর সঙ্গে জি-৭ সেশনে শান্তি, স্থিতিশীলতা ও বিশ্বের সামগ্রিক সমৃদ্ধি, খাদ্য, সার ও জ্বালানি নিরাপত্তা; স্বাস্থ্য; লিঙ্গ সমতা; জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ; স্থিতিস্থাপক অবকাঠামো; উন্নয়নে সহযোগিতার মতো বিষয়ে বক্তব্য রাখবেন।”

বিদেশ মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, জি৭ বৈঠকের ফাঁকে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথাও রয়েছে মোদীর। এই সামিটে অংশগ্রহণকারী আরও অন্যান্য রাষ্ট্রনেতাদের সঙ্গেও পার্শ্ব বৈঠক হতে পারে মোদীর। পাপুয়া নিউ গিনিতেও মোদী গভর্নর জেনারেল স্যার বব দাদা এবং প্রধানমন্ত্রী জেমস মারাপের সঙ্গে বৈঠক করবেন। এদিকে ২৪ মে কোয়াড বৈঠকের পাশেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদী। পাশাপাশি সিডনিতে ২৩ মে ভারতীয় কমিউনিটির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি।