AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Parkash Singh Badal Demise: প্রকাশ সিং বাদলের মৃত্যুতে দু’দিনের রাষ্ট্রীয় শোক, শেষ শ্রদ্ধা জানাতে চণ্ডীগঢ় যাচ্ছেন মোদী

Parkash Singh Badal Demise: গতকাল প্রয়াত হয়েছেন পঞ্জাবের পাঁচ বছরের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের তরফে দু'দিনের রাষ্ট্রীয় শোকেরও ঘোষণা করা হয়েছে।

Parkash Singh Badal Demise: প্রকাশ সিং বাদলের মৃত্যুতে দু'দিনের রাষ্ট্রীয় শোক, শেষ শ্রদ্ধা জানাতে চণ্ডীগঢ় যাচ্ছেন মোদী
ফাইল ছবি (সৌজন্যে: PTI)
| Edited By: | Updated on: Apr 26, 2023 | 12:21 PM
Share

চণ্ডীগঢ়: প্রয়াত হয়েছেন পঞ্জাবের (Punjab) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালি দলের (Shiromani Akali Dal) নেতা প্রকাশ সিং বাদল (Prakash Singh Badal)। গতকালই মোহালির (Mohali) এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পঞ্জাবের পাঁচবারের মুখ্যমন্ত্রী অকালি দলের এই বর্ষীয়ান নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। গতকালই তাঁর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আজই তাঁর শেষকৃত্যে যোগ দিতে চণ্ডীগঢ় যাচ্ছেন মোদী। সেখানে শিরোমণি অকালি দলের দলীয় কার্যালয়ে প্রকাশ সিং বাদলের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবেন তিনি।

গতকাল পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৯৫ বছর বয়সী নেতার মৃত্যুর খবর পেয়েই দুঃখ প্রকাশ করেন মোদী। তিনি টুইটে লেখেন, “প্রকাশ সিং বাদলের প্রয়াণে আমি অত্যন্ত শোকাহত। তিনি ভারতীয় রাজনীতির এক বিশাল ব্যক্তিত্ব ছিলেন এবং একজন অসাধারণ রাষ্ট্রনায়ক ছিলেন। আমাদের দেশের প্রতি বড় অবদান রয়েছে তাঁর। তিনি পঞ্জাবের অগ্রগতির জন্য নিরলসভাবে কাজ করেছিলেন এবং সঙ্কটজনক পরিস্থিতিতে রাজ্যকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন।” আজ নিজেই শেষকৃত্য়ে উপস্থিত থাকছেন।

এদিকে প্রকাশ সিং বাদলের মৃত্যুতে দু’দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেছে কেন্দ্র। সরকারের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, “যেসব ভবনে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেখানে শোকদিবসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং এই দুই দিন সরকারি কোনও বিনোদন হবে না।” প্রসঙ্গত, পঞ্জাবের পাঁচবারের মুখ্যমন্ত্রী কোনওদিন নিজেকে রাজনীতি থেকে দূরে রাখতে পারেননি। পঞ্জাবের গত বিধানসভা নির্বাচনই হল তাঁর জীবনের শেষ নির্বাচন। সেখানেও তিনি প্রার্থী হয়েছিলেন।

গ্রামের পঞ্চায়েত প্রধান থেকে ধীরে ধীরে রাজনৈতিক জীবনের সিঁড়ি বেয়ে উপরে উঠেছেন প্রকাশ সিং বাদল। ১৯৫৭ সালে প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনে অংশ নেন তিনি। কেন্দ্রে বিজেপির সঙ্গে জোটেও ছিল তাঁর দল। তবে সাম্প্রতিককালে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে বিজেপির সঙ্গ ত্য়াগ করে তাঁর দল শিরোমণি অকালি দল। এমনকী কৃষি বিলের প্রতিবাদে তিনি পদ্ম বিভূষণ সম্মানও ফিরিয়ে দিয়েছিলেন। এদিকে গত সপ্তাহেই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মোহালির একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানেই ৯৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রকাশ সিং বাদল।