Vantika Agrawal: বারো বছর আগে মোদীই দিয়েছিলেন প্রেরণা, ফাঁস করলেন ‘সোনার’ মেয়ে

Sep 26, 2024 | 9:04 PM

Vantika Agrawal: বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এই দাবা-রত্নদের একজন জানালেন, কীভাবে বারো বছর আগে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় নরেন্দ্র মোদীর তাঁকে দাবা খেলা এবং দেশের জন্য সম্মান আনার বিষয়ে অনুপ্রাণিত করেছিলেন। তিনি ভান্তিকা আগরওয়াল।

Vantika Agrawal: বারো বছর আগে মোদীই দিয়েছিলেন প্রেরণা, ফাঁস করলেন সোনার মেয়ে
ভান্তিকা আজ এবং বারো বছর আগে
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: সম্প্রতি হাঙ্গেরির বুদাপেস্টে ৪৫তম দাবা অলিম্পিয়াডে ইতিহাস গড়েছেন ভারতীয় দাবাড়ুরা। ভারতীয় পুরুষ ও মহিলা – দুই দলই তাদের সোনা জিতেছে। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে নজির ভারতের। বুধবার, ভারতীয় দাবা-রত্নদের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এই দাবা-রত্নদের একজন জানালেন, কীভাবে বারো বছর আগে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় নরেন্দ্র মোদীর তাঁকে দাবা খেলা এবং দেশের জন্য সম্মান আনার বিষয়ে অনুপ্রাণিত করেছিলেন। তিনি ভান্তিকা আগরওয়াল।

ভান্তিকা এদিন জানিয়েছেন, এতদিন পরও প্রধানমন্ত্রী মোদী তাঁর জন্মদিনের কথা মনে রেখেছেন। তাতে তিনি খুবই আনন্দিত। ভান্তিকা বলেছেন, “২০ সেপ্টেম্বর আমার জন্মদিন ছিল এবং প্রধানমন্ত্রী স্যারের তা মনে ছিল। আমি বিশ্বাসই করতে পারিনি যে তিনি আমার জন্মদিন মনে রেখেছেন। আমার যখন ৯ বছর বয়স ছিল, তিনি গুজরাটে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই সময়, এশিয়ান চ্যাম্পিয়নশিপে আমি দুটি স্বর্ণপদক জিতেছিলাম। আমাকে সংবর্ধনা দিয়েছিলেন নরেন্দ্র মোদীজি। তখনই আমি দেশের জন্য খ্যাতি আনতে আমার রক্ত ​​ও ঘাম ঝরানোর সিদ্ধান্ত নিয়েছিলাম।”


ভান্তিকার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করেছে মোদী আর্কাইভ। শুধু এদিনের ভিডিয়োটিই নয়, তারা ৯ বছর বয়সী ভান্তিকা আগরওয়ালের একটি ছবিও শেয়ার করেছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, ভান্তিকাকে সংবর্ধনা দিচ্ছেন নরেন্দ্র মোদী। মোদী আর্কাইভ জানিয়েছে, ২০১২ সালে স্বামী বিবেকানন্দের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গুজরাটে, ‘স্বামী বিবেকানন্দ মহিলা দাবা মহোৎসব’ নামে একটি বড় দাবা প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। ওই টুর্নামেন্টে ৩,৫০০-এরও বেশি মহিলা দাবাড়ু অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন ৯ বছরের ভান্তিকা। ওই অনুষ্ঠানে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে মোদী বলেছিলেন, ‘দাবা শুধু পুরুষদের খেলা নয়।’

Next Article