AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিদ্যুত না থাকলে নষ্ট হবে ভ্যাকসিন-ওষুধ, সাইক্লোনের আগে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

বিভিন্ন রাজ্যের উচ্চপদস্থ আধিকারিক ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক সারলেন মোদী।

বিদ্যুত না থাকলে নষ্ট হবে ভ্যাকসিন-ওষুধ, সাইক্লোনের আগে সতর্ক করলেন প্রধানমন্ত্রী
ভার্চুয়াল বৈঠকে নরেন্দ্র মোদী
| Updated on: May 15, 2021 | 8:45 PM
Share

নয়া দিল্লি: করোনার সুনামিতে তোলপাড় হয়ে যাচ্ছে গোটা দেশ। এরই মধ্যে ফুঁসছে সমুদ্র। আকাশে ঘূর্ণী মেঘের কালো ছায়ায় আতঙ্কের প্রহর গুনছে উপকূলবাসীরা। এই পরি্স্থিতিতে আধিকারিকদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে সব জায়গায় প্রভাব পড়ার সম্ভাবনা, সেখানে বিশেষ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

জানা গিয়েছে ৪২টি জায়গায় এনডিআরএফ টিম প্রস্তুত রয়েছে। এ দিনের বৈঠকে সাধারণ মানুষের সুরক্ষায় জোর দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি কোভিড হাসপাতালগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। ভ্যাকসিনের কোল্ড চেনগুলোতে যাতে বিদ্যুতের ব্যাক আপ থাকে সে দিকে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন। শুধু ভ্যাকসিন নয়, বিদ্যুত পরিষেবা বন্ধ হয়ে গেলে নষ্ট হয়ে যেতে পারে জরুরি ওষুধ। সেই বিষয়টাও মাথায় রাখতে বলেন তিনি। এছাড়া স্বাস্থ্য ক্ষেত্রে পাশাপাশি টেলিকম ও পানীয় জলের ক্ষেত্রেও নজর দেওয়ার কথা বলেছেন তিনি।

ইতিমধ্যেই কেরল জুড়ে শুরু হয়েছে বৃষ্টির দাপট। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, গত দু’দিনে এই রাজ্যে বৃষ্টি হয়েছে ২০০ মিলিমিটারের বেশি। মনিমালা, কাচানকোভলি-সহ উপকূলবর্তী জায়গাগুলিতে সাধারণ মানুষকে সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন তিনি। একাধিক বিমানও বাতিল করা হয়েছে ইতিমধ্যেই। সতর্ক করা হয়েছে বিমানবন্দরগুলিকে।

আরও পড়ুন: বড় খবর: কোভ্যাক্সিন তৈরি করতে গুজরাটের সংস্থাকে ছাড়পত্র ভারত বায়োটেকের

এ দিকে আজ শনিবার দুপুরে মৌসম ভবন জানিয়েছে কয়েক ঘণ্টার মধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে সাইক্লোন টাউকটে। মঙ্গলবারই সেই ঝড় গুজরাটের উপকূলে আছে পড়বে বলে অনুমান করা হচ্ছে। মোট পাঁচটি রাজ্যে প্রস্তুত রয়েছে এনডিআরএফের ৫০টি টিম। নজরে রয়েছে কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাট ও মহারাষ্ট্র। প্রবল বৃষ্টির জেরে হতে পারে বন্যা, নামতে পারে ধস।