PM Narendra Modi: চাকরি করতে জার্মানি যাওয়ার স্বপ্ন? দারুণ সুখবর দিলেন প্রধানমন্ত্রী মোদী

Germany: প্রধানমন্ত্রী মোদী জানান যে জার্মানিতে ভারতীয় দক্ষ কর্মীদের জন্য ভিসার সংখ্যা ৩৫০ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে।  ২০ হাজার থেকে ৯০ হাজারে নিয়ে যাওয়া হবে ভিসার সংখ্যা। একইসঙ্গে ভিসা পাওয়ার প্রক্রিয়াও সহজ করা হবে।

PM Narendra Modi: চাকরি করতে জার্মানি যাওয়ার স্বপ্ন? দারুণ সুখবর দিলেন প্রধানমন্ত্রী মোদী
জার্মানির চ্যান্সেলরের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Oct 26, 2024 | 6:28 PM

নয়া দিল্লি: বিদেশে চাকরির স্বপ্ন পূরণ হবে এবার। ভারতীয় দক্ষ কর্মীদের জন্য খুলে গেল জার্মানির দরজা। সম্প্রতিই জার্মানির তরফে ভারতীয় দক্ষ কর্মীদের জন্য বার্ষিক ভিসার কোটা ২০,০০০ থেকে বাড়িয়ে ৯০,০০০ করা হল। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই সুখবর জানান। ভিসার সংখ্যা বাড়ানোয় কর্মসূত্রে ভারতীয়দের জার্মানি যাওয়ার সুযোগও বাড়বে।

শুক্রবার ১৮ তম এশিয়া প্যাসিফিক কনফারেন্স অব জার্মান বিজনেস সামিটে যোগ দিয়ে প্রধানমন্ত্রী মোদী জানান যে জার্মানিতে ভারতীয় দক্ষ কর্মীদের জন্য ভিসার সংখ্যা ৩৫০ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে।  ২০ হাজার থেকে ৯০ হাজারে নিয়ে যাওয়া হবে ভিসার সংখ্যা। একইসঙ্গে ভিসা পাওয়ার প্রক্রিয়াও সহজ করা হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজ়। তিনি বলেন, “আজ আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে বিদেশি পড়ুয়াদের মধ্যে ভারতীয়দের সংখ্যাই সবথেকে বেশি। কেবল গত বছরেই জার্মানিতে কর্মরত ভারতীয়দের সংখ্যা ২৩ হাজার বৃদ্ধি পেয়েছে। আমাদের মার্কেটে ভারতীয়দের দক্ষতাকে স্বাগত জানানো হচ্ছে।” তিনি জানান, ডিজিটাইজেশন, দ্রুত প্রসেসিং ও ইউজার ফ্রেন্ডলি উদ্যোগের মাধ্যমে ভারতীয়দের ভিসা পাওয়ার প্রক্রিয়াও সহজ করার চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে জার্মানিতে পরিযায়ীদের সংখ্যা কমানোর চেষ্টা করা হচ্ছে।