PM Narendra Modi: ‘একটা I ২৬ বিরোধী দলের ঔদ্ধত্য, আরেকটা I…’, UPA-র নাম বদল নিয়ে কটাক্ষ প্রধানমন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 11, 2023 | 12:39 PM

PM Modi Attacks INDIA: এনডিএ জোটই নাম পরিবর্তন করে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে বলেই দাবি করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, "ওঁরা ভাবছেন নাম পরিবর্তন করে দেশ শাসন করবে। গরিবদের কাছে ওদের নামই শুধু স্পষ্ট, কাজ নয়।"

PM Narendra Modi: একটা I ২৬ বিরোধী দলের ঔদ্ধত্য, আরেকটা I..., UPA-র নাম বদল নিয়ে কটাক্ষ প্রধানমন্ত্রীর
সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনে বিজেপি শাসিত এনডিএ  (NDA) জোটকে আটকাতে একজোট হয়েছে বিরোধী দলগুলি। মোট ২৬টি বিরোধী দল একজোট হয়ে তৈরি করেছে ‘ইন্ডিয়া’ (I.N.D.I.A)। সংসদে এই বিরোধী জোটকেই এবার একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বৃহস্পতিবার সংসদের লোকসভায় অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “নতুন যে বিরোধী জোট তৈরি হয়েছে, তারা ভারতীয়দের মধ্যে প্রাচীর তৈরি করে দেশকে বিভাজিত করেছে।”

বিজেপির আক্রমণের নিশানায় বরাবরই থাকে এনডিএ। এবার নতুন সংযোজন ইন্ডিয়া জোট। ২৬টি বিরোধী দলের এই জোটকে আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “এনডিএ-তে নতুন করে দুটো আই যোগ করা হয়েছে। এরমধ্যে একটি আই হল ২৬টি বিরোধী দলের ঔদ্ধত্য, আরেকটি আই হল কংগ্রেসের ঔদ্ধত্য। ওদের এতই সমস্যা যে এনডিএ-র সাহায্য নিতে হয়েছিল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে। ঔদ্ধত্য পিছু ছাড়ছে না। সেই কারণেই ঔদ্ধত্যের দুটো আই যোগ করেছে।”

ইউপিএ জোটই নাম পরিবর্তন করে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে বলেই দাবি করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “ওঁরা ভাবছেন নাম পরিবর্তন করে দেশ শাসন করবে। গরিবদের কাছে ওদের নামই শুধু স্পষ্ট, কাজ নয়। ওরা নিজেদের নামে প্রকল্প চালায় আর তারপর দুর্নীতি করে। আই ডট এন ডট ডি ডট… এভাবে নাম বদল করে কোনও লাভ হবে না।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “দেশের বিশ্বাস আপনারা ২০২৮ সালেও অনাস্থা প্রস্তাব আনবেন। সেই সময়ের মধ্যে আমাদের দেশ বিশ্বের সেরা তিন দেশের তালিকায় উঠে আসবে।”

Next Article